নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজ সফর
‘২০০৭ (ওয়ানডে) বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম। তখন থেকেই জায়গাটা আমার প্রিয়। এখানে আসতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, এখানকার মানুষেরাও ভালো। আসলে জায়গাটা আমার ভালো লাগে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আমার হৃদয়ের খুব কাছে থাকে। বাংলাদেশ দলের কোনো ওয়েস্ট ইন্ডিজ সফর আমি হাতছাড়া করতে চাই না। আমি প্রতিবার এর অংশ হতে চাই।’
বাংলাদেশের স্কোয়াড
‘স্কোয়াড নিয়ে আমি খুশি। মিরাজের (মেহেদী হাসান) ফেরাটা বেশ স্বস্তির। সোহান (নুরুল হাসান) আসা-যাওয়ার মধ্যে আছে। এবার সে ঘরোয়া ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চাইবে। সবাই কঠোর পরিশ্রম করছে। কালকের (আজকের) ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’
অ্যান্টিগার উইকেট
‘চার বছর আগের উইকেটের চেয়ে এখনকারটা পুরোপুরি ভিন্ন। মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। শেষ দিকে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারে। প্রথম ইনিংসে কেমন ব্যাট করছি, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাটিং করি বা বোলিং, ভালো করতে না পারলে লাভ নেই। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
তরুণদের সম্ভাবনা
‘দলে বেশ কয়েকজন তরুণ আছে। জয় (মাহমুদুল হাসান) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আরও ভালো করার সামর্থ্য আছে। এটা ওর জন্য আরেকটি চ্যালেঞ্জ। রাজা (রেজাউর রহমান) নতুন ফাস্ট বোলার হলেও ওর ওপর আমরা ভরসা রাখতে পারি। তরুণেরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারলে বাংলাদেশেরই মঙ্গল।’
দলে চোট-সমস্যা
‘তিন সংস্করণ মিলিয়ে আমরা এখন অনেক ক্রিকেট খেলছি। এতে করে ছেলেরা বেশি চোটে পড়ছে। একইসঙ্গে এটা নতুনদের খেলার সুযোগ করে দিচ্ছে। দুই বছর পর আমরা এর সুফল পাব। তখন তিন সংস্করণ খেলার জন্য ২৫ থেকে ৩০ জন খেলোয়াড় প্রস্তুত থাকবে। তরুণেরা ভালো করা শুরু করলে দলে জায়গা পেতে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’
টেস্টে মোস্তাফিজের অনীহা
‘দেখুন, একেকজনের একেক প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। সে (মোস্তাফিজুর রহমান) যদি মনে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললে ওর ভালো হবে, আমাদের সেটিই মেনে নিতে হবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এই সিরিজে আছে, আমি নিশ্চিত খেলার জন্যও উন্মুখ। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ মেয়াদের কথা উঠলে আমি জানি না ওর মনে কী চলছে। আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু চাহিদা থাকে, স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে। সেটিকে সম্মান করা উচিত। অধিনায়ক হিসেবে আপাতত এই সিরিজে মনোযোগ দিতে চাইছি।’
নিজের ফিটনেস ও ফর্ম
‘ফিটনেসের দিক দিয়ে ভালো আছি। ফর্ম নিয়ে উদ্বিগ্ন নই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে (ঢাকা টেস্টে) ভালো খেলেছি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় অর্জন নিয়েই বেশি ভাবছি। সাম্প্রতিক সময়ে টেস্টে আমরা ভালো খেলিনি। এটা সবাইকে ভুল প্রমাণের সুযোগ। এই ম্যাচে ভালো করতে পারলে পুরো সফরের আত্মবিশ্বাস বাড়বে।’
ওয়েস্ট ইন্ডিজ সফর
‘২০০৭ (ওয়ানডে) বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম। তখন থেকেই জায়গাটা আমার প্রিয়। এখানে আসতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, এখানকার মানুষেরাও ভালো। আসলে জায়গাটা আমার ভালো লাগে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আমার হৃদয়ের খুব কাছে থাকে। বাংলাদেশ দলের কোনো ওয়েস্ট ইন্ডিজ সফর আমি হাতছাড়া করতে চাই না। আমি প্রতিবার এর অংশ হতে চাই।’
বাংলাদেশের স্কোয়াড
‘স্কোয়াড নিয়ে আমি খুশি। মিরাজের (মেহেদী হাসান) ফেরাটা বেশ স্বস্তির। সোহান (নুরুল হাসান) আসা-যাওয়ার মধ্যে আছে। এবার সে ঘরোয়া ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চাইবে। সবাই কঠোর পরিশ্রম করছে। কালকের (আজকের) ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’
অ্যান্টিগার উইকেট
‘চার বছর আগের উইকেটের চেয়ে এখনকারটা পুরোপুরি ভিন্ন। মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। শেষ দিকে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারে। প্রথম ইনিংসে কেমন ব্যাট করছি, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাটিং করি বা বোলিং, ভালো করতে না পারলে লাভ নেই। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
তরুণদের সম্ভাবনা
‘দলে বেশ কয়েকজন তরুণ আছে। জয় (মাহমুদুল হাসান) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আরও ভালো করার সামর্থ্য আছে। এটা ওর জন্য আরেকটি চ্যালেঞ্জ। রাজা (রেজাউর রহমান) নতুন ফাস্ট বোলার হলেও ওর ওপর আমরা ভরসা রাখতে পারি। তরুণেরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারলে বাংলাদেশেরই মঙ্গল।’
দলে চোট-সমস্যা
‘তিন সংস্করণ মিলিয়ে আমরা এখন অনেক ক্রিকেট খেলছি। এতে করে ছেলেরা বেশি চোটে পড়ছে। একইসঙ্গে এটা নতুনদের খেলার সুযোগ করে দিচ্ছে। দুই বছর পর আমরা এর সুফল পাব। তখন তিন সংস্করণ খেলার জন্য ২৫ থেকে ৩০ জন খেলোয়াড় প্রস্তুত থাকবে। তরুণেরা ভালো করা শুরু করলে দলে জায়গা পেতে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’
টেস্টে মোস্তাফিজের অনীহা
‘দেখুন, একেকজনের একেক প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। সে (মোস্তাফিজুর রহমান) যদি মনে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললে ওর ভালো হবে, আমাদের সেটিই মেনে নিতে হবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এই সিরিজে আছে, আমি নিশ্চিত খেলার জন্যও উন্মুখ। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ মেয়াদের কথা উঠলে আমি জানি না ওর মনে কী চলছে। আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু চাহিদা থাকে, স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে। সেটিকে সম্মান করা উচিত। অধিনায়ক হিসেবে আপাতত এই সিরিজে মনোযোগ দিতে চাইছি।’
নিজের ফিটনেস ও ফর্ম
‘ফিটনেসের দিক দিয়ে ভালো আছি। ফর্ম নিয়ে উদ্বিগ্ন নই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে (ঢাকা টেস্টে) ভালো খেলেছি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় অর্জন নিয়েই বেশি ভাবছি। সাম্প্রতিক সময়ে টেস্টে আমরা ভালো খেলিনি। এটা সবাইকে ভুল প্রমাণের সুযোগ। এই ম্যাচে ভালো করতে পারলে পুরো সফরের আত্মবিশ্বাস বাড়বে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪