Ajker Patrika

মসিকে ৩০০ কোটির উন্নয়নকাজ: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ০৬
মসিকে ৩০০ কোটির উন্নয়নকাজ: মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সড়ক, নালা ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নে ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু। গত বৃহস্পতিবার বিকেলে এসব কাজ পরিদর্শন করেন তিনি।

মসিক সূত্র জানায়, নগরীর ২১, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এর মধ্যে বাকৃবি শেষ মোড় হতে ব্রহ্মপুত্র নদীর পাড় পর্যন্ত আরসিসি সড়ক, বাকৃবি শেষ মোড় হতে ফিরোজা মেনশন পর্যন্ত আরসিসি সড়ক, গফরগাঁও রোড হতে ছালাকান্দি পর্যন্ত বিটুমিনাস সড়ক ও তাকওয়া মসজিদ হতে সমাধানের মোড় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।

এ ছাড়া বাকৃবির সোহরাওয়ার্দী হল হতে পাগলা বাজার হয়ে সোহেলের দোকান পর্যন্ত আরসিসি সড়ক, সমাধানের মোড় হতে রেলগেট পর্যন্ত আরসিসি সড়ক, বিএফআরআই হতে ফকিরাকান্দা পর্যন্ত আরসিসি সড়ক এবং ফসিলের মোড় ফিরোজা মেনশন হতে শেষ মোড় হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত আরসিসি পাইপ নালা নির্মাণকাজ চলছে।

এসব কাজ পরিদর্শন শেষে মেয়র টিটু বলেন, নগরীর সড়ক, নালা ও নাগরিক সেবার উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এরপর অতি অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হয়। ইতিমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত