Ajker Patrika

জাকসু নির্বাচনের ফল ঘোষণা, বিজয়ী হলেন যাঁরা, কে কত ভোট পেলেন

২০: ২৯

দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব: জাকসুর নতুন ভিপি

দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। প্রায় ৫০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ ও গণনা শেষে আজ শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী হিসেবে বিজয়ী জিতু বলেন, ‘৩৩ বছরের চাওয়া পূর্ণতা পেয়েছে। দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব।’

জাকসুর ভিপি হিসেবে প্রধান কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং লেজুড়বৃত্তি রাজনৈতিক বন্ধ করার জন্য কাজ করা হবে। গেস্টরুম সংস্কৃতি থাকবে না।’

ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।

আর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ বেশির ভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

১৮: ১৭

জাবির ২১ হল সংসদে ভিপি-জিএস পদে বিজয়ী যারা

জাবির ২১ হল সংসদে ভিপি-জিএস পদে বিজয়ী যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। বিভিন্ন হলে বিজয়ী হয়েছেন যারা:

নওয়াব ফয়জুন্নেসা হল

ভিপি: বুবলী আহমেদ

জিএস: সুমাইয়া খানম

এজিএস: নেই

জাহানারা ইমাম হল

ভিপি: মোছা মাহমুদা খাতুন

জিএস: রিজওয়ানা বুশরা

এজিএস: (দুজন সমানসংখ্যক ভোট) লামিয়া জান্নাত (প্রথম ৬ মাস, জ্যেষ্ঠতার ভিত্তিতে), সাদিয়া খাতুন (পরের ৬ মাস)।

১০ নম্বর হল

ভিপি: আসিফ মিয়া

জিএস: মো. মেহেদী হাসান

এজিএস: মো. নাদিম মাহমুদ

১৫ নম্বর ছাত্রী হল

ভিপি: মোছা. শারমিন খাতুন

জিএস: মেহনাজ মোহনা

এজিএস: মোছা. শাহানা আক্তার

বেগম সুফিয়া কামাল হল

ভিপি: জান্নাতুল নাঈম

জিএস: রুবিনা

এজিএস: সুমাইয়া আক্তার

শহীদ সালাম বরকত হল

ভিপি: মারুফ হোসেন

জিএস: মো মাসুদ রানা

এজিএস: আবরার আজিম ভূঁইয়া

মওলানা ভাসানী হল

ভিপি: আব্দুল হাই স্বপন

জিএস: হৃদয় পোদ্দার

এজিএস: রাকিব হাসান

মীর মশাররফ হোসেন হল

ভিপি: খালেদ জোবায়ের শাবাব

জিএস: শাহরিয়ার নাজিম

এজিএস: আরাফাত হোসেন

বীর প্রতীক তারামন বিবি হল

ভিপি: ফারজানা আক্তার উর্মি

জিএস: প্রিয়াংকা কর্মকার প্রিয়া

এজিএস: লাবন্য

আ ফ ম কামাল উদ্দিন হল

ভিপি: জিএমএম রায়হান কবির

জিএস: আবরার শাহরিয়ার

এজিএস: রিপন মন্ডল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল

ভিপি: রাকিবুল ইসলাম

জিএস: আলী আহম্মদ

এজিএস: সামিন ইয়াসির লাবিব

রোকেয়া হল

ভিপি: তাসনিম খন্দকার

জিএস: নাবিলা মাহজাবিন

এজিএস: ফাহমিদা আক্তার সাউদা

২১ নম্বর ছাত্র হল

ভিপি: ইবনে শিহাব

জিএস: অলিউল্লাহ আল মাহাদী

এজিএস: তুষার আহমেদ শাওন

শহীদ রফিক জব্বার হল

ভিপি: মো মেহেদী হাসান

জিএস: শরিফুল ইসলাম

এজিএস: আরিফুল ইসলাম সাদী

১০ নম্বর ছাত্রী হল

ভিপি: ঐশী সরকার

জিএস: ফারজানা তাবাসসুম রূপা

এজিএস: প্রমা রাহা

শহীদ তাজউদ্দিন আহমেদ হল

ভিপি: মো. সিফাতুল্লাহ

জিএস: মাহমুদুল হাসান সাকিব

এজিএস: তারেক আহমেদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

ভিপি: অমিত কুমার বণিক

জিএস: মাহমুদুল হাসান ইমন

এজিএস: মির্জা আদনান ইসলাম অয়ন

বেগম খালেদা জিয়া হল

ভিপি: ফারহানা রহমান রিথী

জিএস: ফাতেমা তুজ জোহরা

এজিএস: রায়হান আরা সরকার আঁখি

প্রীতিলতা হল

ভিপি: সুমাইয়া আক্তার মিথি

জিএস: ইফফা রহমান ইফফা

এজিএস: নাফিসা তাসনিম সূচি

১৩ নম্বর ছাত্রী হল

ভিপি: নাহাদাতুন হাসানা

জিএস: মহসিনা তুবা

এজিএস: মোছা সাদিয়া মেহজাবিন

আল-বেরুনী হল

ভিপি: রিফাত আহমেদ শাকিল

জিএস: মো. মুনতাসীর বিল্লাহ খান

এজিএস: সাদমান হাসান খান

১৮: ১১

জাহানারা ইমাম হলে সমান ভোট পেয়ে এজিএস হলেন দুজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে এজিএস পদে ১১৩ ভোটে টাই হয়েছে। এজিএস পদে প্রতিদ্বন্দিতা করা লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন উভয়েই ১১৩টি করে ভোট পেয়েছেন।

এতে সিনিয়রিটির ভিত্তিতে লামিয়া জান্নাত প্রথম ছয় মাস দায়িত্ব পালন করবেন। এর পরের ছয় মাস দায়িত্ব পালন করবেন সাদিয়া খাতুন।

১৭: ২৭

নির্বাচনে বিচ্যুতি থাকলেও অনিয়ম হয়নি

নির্বাচন কমিশনের কাছে কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি বলে জানান নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।

তিনি বলেন, নির্বাচনে ছোট ছোট কিছু বিচ্যুতি হয়েছে কিন্ত কোন অনিয়ম হয়নি। সেই বিচ্যুতির জন্য ক্ষমা চান তিনি

১৭: ১৭

ফলাফল ঘোষণা চলছে

বিকেল ৫টা ৫ মিনিটে পুলিশ পাহারায় নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম। সিনেটের হল রুমে প্রবেশ করেন। এ সময় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।

আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ১০ জন সদস্য ও ঢাকা জেলার পুলিশ সুপার প্রধান নির্বাচন কমিশনারকে প্রোটকল দেন।

ফলাফল ঘোষণা শুরুর আগে ভোট গণনার কার্যক্রম চলাকালে মারা যাওয়া শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৬: ০২

জাকসুর ফল ঘোষণা সাড়ে ৪টায়

জাকসুর ফল ঘোষণা সাড়ে ৪টায়
বিকেল সাড়ে ৪টায় ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। ছবি: আজকের পত্রিকা

বিকেল সাড়ে ৪টায় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জাকসু নির্বাচনের ভোট গণনা সম্পন্ন। ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়।

এর আগে নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

আজ প্রথমে দুপুরে এবং পরে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণার কথা জানানো হয়।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

১৫: ৫৮

শেষ মুহূর্তে আরেক নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

শেষ মুহূর্তে আরেক নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন নির্বাচন কমিশনের আরেক সদস্য।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার গতকাল রাতে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অনিয়মের মুখোমুখি হয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে, সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, সে জন্য গতকাল (বৃহস্পতিবার) থেকেই আমার ওপর চাপ ছিল, তবু আমি পদত্যাগ করছি।’

১৪: ২৮

ভোট গণনা শেষ, ফল ঘোষণার প্রক্রিয়া চলছে

জাকসু নির্বাচনের ভোট গণনা সম্পন্ন। ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়।

এর আগে নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

আজ প্রথমে দুপুরে এবং পরে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণার কথা জানানো হয়।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

১২: ০২

এবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

ভোট গণনা শেষে ফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এ পর্যন্ত ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর বাকি ৩টি হল। বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

১১: ৩৯

২১ হলের মধ্যে ১৮টির ভোট গণনা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এ পর্যন্ত ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর বাকি ৩টি হল। বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

১১: ২৯

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা?

জাকসু নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করা নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেছেন, নির্বাচনের আগের দিনও একজন প্রাধ্যক্ষ জানিয়েছেন যে তাঁর হলে গড়ে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত নেই। এই অবস্থায়, যেখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, সেখানে ভোট প্রদানের গড় হার প্রায় ৭০ শতাংশ হয়েছে। এই অস্বাভাবিক উচ্চ ভোটের হার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন: ‘এই অন্তত ২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা?’

১০: ৪৮

দেড়টা থেকে ২টার মধ্যে ফলাফল

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানিয়েছেন, আজ দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

১০: ১০

১৬ হলের ভোট গণনা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এ পর্যন্ত ১৬টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর বাকি ৫টি হল। বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

০৯: ১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার দ্বারপ্রান্তে।

এরই মধ্যে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। এরই মধ্যে মোট ২১টি হলের মধ্যে ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

১৪: ৩২

সন্ধ্যা নয়, জাকসু নির্বাচনের ফলাফল হতে পারে রাত ১০টার পর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল, আজ শুক্রবার সন্ধ্যায়ও প্রকাশ করা সম্ভব হবে না। যে লোকবল আছে, তা দিয়ে রাত ১০ থেকে ১১ টা নাগাদ ভোটের ফলাফল প্রকাশ করা সম্ভব হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, ‘আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’

এর আগে আজ সকালে নির্বাচন কমিশনের এক সসদ্য জানিয়েছিলেন, আজ সন্ধ্যার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হবে।

১২: ২০

১৭টি হলের ভোট গণনা শেষ, বাকিটা জানাজার পর

১৭টি হলের ভোট গণনা শেষ, বাকিটা জানাজার পর

জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তাঁর বয়স আনুমানিক ৩১ বছর।

আজ শুক্রবার সকাল ৮টার আগে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

অত্যন্ত শোকাবহ পরিবেশে ভোটগণনা চলছে। সহকর্মীরা গণনার কাজ করার সময় কান্নায় ভেঙে পড়ছেন।

এরই মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আপাতত ভোট গণনা বন্ধ থাকবে, কারণ নির্বাচন কমিশনের শিক্ষকেরা জানাজায় অংশ নেবেন। মোট হল সংখ্যা ২১টি। এর মধ্যে ছেলেদের জন্য ১১টি এবং মেয়েদের ১০টি।

১১: ১২

জাকসুর কার্যক্রম পরিচালনা করতে এসে শিক্ষকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপর তৎক্ষণাৎ তাঁকে সাভারের একটি বেসরকারি মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্বে পালন করতে আসেন জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

০১: ১৫

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। আজ সারা রাত ভোট গণনা করা হবে। শুক্রবার ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

আজ রাত সাড়ে ১১ টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম এসব কথা জানান। তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি কাল (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’ তিনি জানান, নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

২২: ৫৮

জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু

জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণের পাঁচ ঘণ্টা পর শুরু হয়েছে ভোট গণনা। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টায় নির্বাচন কমিশনে অফিসে গিয়েও ভোট গণনার তৎপরতা চোখে পড়েনি।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্য গণনা শুরু করার বিষয়টি। আশা করছি খুব তাড়াতাড়ি গণনা শুরু করতে পারব।’

কত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে— এমন প্রশ্নে নির্বাচন কমিশনের এই সদস্য বলেন, ভোট গণনার বিষয়টি আধা ঘণ্টার মধ্যে শুরু করব। যেহেতু পুরো প্রক্রিয়াটি ম্যানুয়াল করতে হবে সেহেতু একটু দেরি হতে পারে। সে ক্ষেত্রে সকালও হতে পারে।

২১: ৫০

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ শ্লোগান দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা মিছিলে অংশ নেন।

১৯: ৪৭

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি
প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। ছবি: আজকের পত্রিকা

জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন প্রগতিশীল সংগঠনের প্রার্থীরা। এই দাবিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, ‘আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচন দাবি করছি।’

তিনি বলেন, ‘পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন করে নির্বাচনের তফসিলও ঘোষণা করতে হবে।’

সম্প্রীতির এক্য ছাড়াও এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংশপ্তক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের প্রার্থীরা। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও সংহতি জানান।

এর আগে ভোটে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।

১৯: ০৩

কাজী নজরুল ইসলাম হল ভোটকেন্দ্রে সন্ধ্যা ৭টায়ও ভোটগ্রহণ চলছে

কাজী নজরুল ইসলাম হল ভোটকেন্দ্রে সন্ধ্যা ৭টায়ও ভোটগ্রহণ চলছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ভোটকেন্দ্রে এখনো (৬টা ৪৫ মিনিট) ভোট গ্রহণ চলছে। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। কেন্দ্রটিতে সকাল ১০টা থেকেই ভোটারদের লাইন ছিল।

লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা জানান, ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে আড়াই থেকে তিন ঘণ্টা লাইনের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ভোট দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ৫২ ব্যাচের শিক্ষার্থী বিশ্বাস মাধুর্য সন্ধ্যা সাড়ে ছয়টায় আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারিনি।’

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মীর ফেরদৌস হোসেন বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৯৩। সকাল থেকে ১৬টি গোপন কক্ষের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। একেক জন ভোটারকে গোপন কক্ষে ঢুকে ভোট সম্পন্ন করতে অনেক সময় লেগে যাচ্ছে। এ কারণে নির্দিষ্ট সময় বিকেল পাঁচটার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও যারা কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছেন তাদের ভোট নিতে হবে।’

১৮: ৩১

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ
মেয়ের চার হলে ভোট শান্তিপূর্ণই হয়েছে। ছবি: আজকের পত্রিকা

‎জাকসু ও হল সংসদ নির্বাচনে আবাসিক হলে ভোটের কেন্দ্র রাখা হয়। মেয়েদের হলগুলোর মধ্যে বীর প্রতীক তারামন বিবি, ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হলে কোনো ঝামেলা ছাড়াই বোট গ্রহণ শেষ হয়েছে। তবে পাশেই থাকা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে দুপুরে কিছু সময় ভোট বন্ধ থাকে। কেন্দ্রটিতে শেষ পর্যন্ত ৫৭১ ভোটের মধ্যে ৩৫১টি ভোট পড়েছে বলে হল সূত্রে জানা যায়।

‎বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বীর প্রতীক তারামন বিবি হল কেন্দ্রে গিয়ে দেখা যায় কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। কেন্দ্রটিতে খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রটিতে ৯৭৭ জন ভোটার রয়েছে। দিনভর কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ হয়েছে কেন্দ্রটিতে।

‎ভোট দিতে আসা কামরুন্নাহার সেতু বলেন, প্রথমবার কোনো নির্বাচনে ভোট দিতে এসেছি। ভালোই লাগছে।

‎হল সংসদের ভিপি প্রার্থী তাইয়্যেবা রাজিয়া মুসকান আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠুভাবে হলের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর কোনো ঝামেলা হয়নি। তবে বৃহস্পতিবার ভোট হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। ঝামেলা হতে পারে আশঙ্কা করে অনেকে বাড়ি চলে গেছে।

‎নির্ধারিত সময় শেষে বীর প্রতীক তারামন বিবি হল কেন্দ্রে ৫৯৫ ভোট পড়েছে বলে হল সূত্রে জানা গেছে।

‎কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো ঝামেলা হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা ভোট দিতে এসেছে। হলে ভোট কেন্দ্র হলেও অনেক মেয়েরা বাড়ি চলে গেছে, কেউ কেউ বাইরেও থাকে, তাই উপস্থিতি কিছুটা কম।

‎ফজিলতুন্নেসা হলে ৮০৩ জন ভোটার রয়েছে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত কেন্দ্রটিতে ৪৮৮টি ভোট পড়েছে। সকাল থেকে কেন্দ্রটিতে ছোটখাটো অভিযোগ ছাড়ায় ভোট গ্রহণ করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা আবু সাইফ মো. তৌহিদুল আনাম।

‎তিনি বলেন, দীর্ঘদিন পর ভোটের আয়োজন করা হয়েছে। কেন্দ্রটিতে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে।

‎এদিকে রোকেয়া হলে মোট ভোটার ৯৫৫ জন। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে কেন্দ্রটিতে ভোট পড়েছে ৬৬০ টি। কেন্দ্রটির দায়িত্বরত কর্মকর্তারা জানান, ভোট গ্রহণ প্রায় শেষ। কোনো ভোটার না আসলে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে।

‎তবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে দুপুরে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে। কেন্দ্রটিতে শেষ পর্যন্ত ৫৭১ ভোটের মধ্যে ৩৫১টি ভোট পড়েছে বলে হল সূত্রে জানা যায়।

১৭: ২৩

নির্বাচন সুষ্ঠু হয়েছে, বললেন স্বতন্ত্র ভিপি প্রার্থী

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।

ছাত্রদলের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, তারা ভোট বর্জন না করে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে দিতে পারত। তবে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের নিতান্তই দলীয় ব্যাপার।

১৭: ২০

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, গণনার প্রস্তুতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছেন। শিগগিরই ব্যালট বক্স কেন্দ্র থেকে সিনেট ভবনে নেওয়া হবে। সেখানে পৃথকীকরণ ও গণনার কার্যক্রম চলছে।

১৭: ১৬

বিএনপিপন্থী তিন শিক্ষকেরও ‘ভোট বর্জন‘

বিএনপিপন্থী তিন শিক্ষকেরও ‘ভোট বর্জন‘
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি: স্ক্রিনশট

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জনের ঘোষণার পরপরই বিএনপিপন্থী তিন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই তিন শিক্ষক নির্বাচনের দায়িত্বে ছিলেন। তাঁরা হলেন— অধ্যাপক শামীমা সুলতানা, নজরুল ইসলাম ও নাহরিন খান।

বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ভোটের দিন নতুন নতুন ভোটার সংযোজন, অমোচনীয় কলম ব্যবহার না করাসহ নানা অনিয়ম দেখেছেন তাঁরা। তাঁদের মনে হয়েছে, এটি একটি সাজানো নির্বাচন।

জাহানারা ইমাম হলে দায়িত্বে ছিলেন বলে জানান অধ্যাপক শামীমা সুলতানা।

১৬: ৫৫

নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুষ্ঠু রয়েছে: জাবি ভিসি

নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিকেল সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দীন আহমেদ হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন

১৬: ০০

জাকসু ভোট বর্জন করল ছাত্রদলের প্যানেল

অনিয়মের অভিযোগে তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল। ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান। বিস্তারিত পড়ুন

১৫: ৪৭

বেলা ২টার মধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে: নির্বাচন কমিশন

দেরিতে ভোট গ্রহণ শুরু এবং একাধিক কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও জাকসু ও হল সংসদ নির্বাচনে বেলা ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি এ কথা বলেন।

মাফরুহী সাত্তার বলেন, ‘এরই মধ্যে ৫০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। আমরা সেসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়ের পর ভোটার এলে কিছু সময়ের জন্য ভোট নিতে বলেছি।’

আজ সকাল ৯টা থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন, ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী।

১৫: ৪১

আটকের পর ছেড়ে দেওয়া হলো ছাত্রদলের হল সভাপতিকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বঙ্গবন্ধু হল ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহবুবকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু হল (১০ নম্বর ছাত্র হল) কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

১৫: ০৭

ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ শিবিরের

জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেছেন, বিভিন্ন হলে ছাত্রদল তাঁদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন, বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। এমনকি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে। ১০ নম্বর হলে ভাসানী হল এবং ২১ নম্বর হলসহ এই হলগুলোতে ছাত্রদলের আধিপত্য লক্ষ্য করা গেছে। জাহানারা ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বিস্তারিত পড়ুন

১৩: ৫২

অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। এর মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রায় ২৩ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। ছবিবিহীন ভোটার তালিকা এবং হাতে কালি না লাগানোর কারণে প্রার্থীদের দাবির মুখে এই ঘটনা ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে এই ঘটনা ঘটে। পরে ১২টা ১৫ মিনিটে আবার ভোট গ্রহণ শুরু হয়।

অনিয়মের অভিযোগ নিয়ে সৃষ্ট জটিলতায় এক ঘণ্টা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। এ সময় সব ভোটারকে এবং নারী প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। তবে দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

১৩: ১৭

ক্যাম্পাসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি: ছাত্রদলের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিস্তারিত পড়ুন

১২: ৪৭

জামায়াতের কোম্পানির ছাপানো ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ ছাত্রদলের

জামায়াতের কোম্পানির ছাপানো ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ ছাত্রদলের
ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন। ছবি: স্ক্রিনশট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদে জামায়াতে ইসলামীর কোম্পানির ছাপানো ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ তুলেছে ছাত্রদল।

জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছে, ভোট কারচুপির নীলনকশা বাস্তবায়ন করছে ইসলামী ছাত্রশিবির । ক্যাম্পাসে জামায়াতের লোকজনদের আনাগোনা রয়েছে বলেও অভিযোগ করে তারা। বিস্তারিত পড়ুন

১২: ২৮

অনিয়মের অভিযোগে এক হলে এক ঘণ্টা ভোটদান বন্ধ

অনিয়মের অভিযোগে এক হলে এক ঘণ্টা ভোটদান বন্ধ
তাজউদ্দীন হলে ভোটদান বন্ধ করেন শিক্ষার্থীরা। ছবি: ওমর ফারুক

একাধিক কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে এক ঘণ্টা বন্ধ থাকে তাজউদ্দীন হলের ভোটদান। বিস্তারিত পড়ুন

১১: ৫১

আঙুলে কালি না দেওয়ার অভিযোগ বাগছাসের জিএস প্রার্থীর

ভোটারদের আঙুলে কালি ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

তিনি অভিযোগ করেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হল, রফিক জব্বার হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের আঙুলে কালি দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন ব্যবস্থা নেবেন। কিন্তু ভোট শুরু হওয়ার আগেই এ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন দেখা যাচ্ছে, সেটা করা হয়নি।’

১১: ৫০

‘বাড়তি’ ব্যালট নিয়ে প্রশ্ন তুললেন শিবিরের জিএস প্রার্থী

ভোট দেওয়ার পর সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সময় অনিয়মের অভিযোগ তুলেছেন শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন বলে, ভোটার সংখ্যার চেয়ে বেশি ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে।

মাজহারুল ইসলাম আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম বাড়তি ব্যালট সরানো হোক। কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রায় প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালট রাখা হয়েছে। এর কোনো স্বচ্ছ ব্যাখ্যা কমিশনের পক্ষ থেকে পাওয়া যায়নি।

১১: ৪৯

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে গাফলতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি মো. শেখ সাদী হাসান।

মো. শেখ সাদী হাসান বলেন, ‘নির্দিষ্ট একটি ছাত্রসংগঠন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাঁদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাঁদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক।’

তিনি অভিযোগ করেন, ‘আমরা দেখেছি সকালবেলা কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন।’

১১: ৪৬

জাকসু নির্বাচনের ভোট গণনা হবে ম্যানুয়ালি

ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতে নয়, জাকসু নির্বাচনের ভোট গণনা ম্যানুয়ালিই হবে। জাকসু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বল হয়েছে, জাহাঈীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে।

১১: ৪৪

সাড়ে ১২টায় ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন

দুপুর ১২টা ৩০ মিনিটে মওলানা ভাসানী হলের সামনে ছাত্রদল-সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

১১: ৪৩

এক কেন্দ্রে আঙুলে কালি দেওয়া হচ্ছে না

জাকসু ও হল সংসদ নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে।

এই কেন্দ্রে এসে এক যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সাংবাদিকদের বলেন, ‘আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলের ওপর মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না। শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দিচ্ছে।’

এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাঁদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি।

ডাকসুতে হাতের আঙুলে দাগ দেওয়ার ব্যবস্থা রাখা হলেও জাকসুতে তা রাখা হয়নি। দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি করা হচ্ছে।

তবে ২১ নম্বর ছাত্র হলে (সাবেক শেখ রাসেল হল) হাতে মার্কারের দাগ দিয়ে ভোট গ্রহণ হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার ৭৩৫ জন। বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯২টি।

এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রে মার্কার ব্যবহারের কেন্দ্রীয় নির্দেশনা নেই। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কার ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, সব হলেই ভোটারদের ভোট দেওয়া শেষে আঙুলে কালি দেওয়ার নির্দেশ রয়েছে। প্রতিটি কেন্দ্রে অমোচনীয় কালি দেওয়ার জন্য দুটি করে কলম দেওয়া হয়েছে। সব হলেই দেওয়ার কথা। ওই হলে কেন দেওয়া হচ্ছে না, তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

১০: ০১

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, ভোট গ্রহণ শুরু

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, ভোট গ্রহণ শুরু
জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। জাকসুর মোট ২৫টি পদের বিপরীতে ১৭৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া, ২১টি হল সংসদে ১৫টি করে মোট ৩১৫টি পদের বিপরীতে প্রার্থী ৪৪৩ জন।
নির্বাচন সামনে রেখে মোট আটটি প্যানেল ঘোষণা করা হয়। তবে এর বাইরেও অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আট প্যানেলের মধ্যে উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল-সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ এবং ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।