Ajker Patrika

দোকানের চালে বানর ঘুরছে খাদ্যের আশায়

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৫
দোকানের চালে বানর  ঘুরছে খাদ্যের আশায়

কাউনিয়া সদর বাজারে হঠাৎ করে একটি বানরের আগমন ঘটেছে। ক্ষুধার্ত বানরটি আতঙ্কে দোকানের টিনের চালে চালে ঘুরে বেড়াচ্ছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার থানা রোডে এ দৃশ্য দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, বানরটি গতকাল সকালে বাজারে প্রবেশ করে। লোকজন একে সাবরেজিস্ট্রারের কার্যালয়সংলগ্ন ইদ্রিস মিয়ার মার্কেটের ছাদে দেখতে পান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে আসা উৎসুক লোকজন বানরটি দেখতে ভিড় জমান। এ সময় এটি থানা রোডের মার্কেটের একটি দোকানের টিনের চালে আশ্রয় নেয়।

ব্যবসায়ী শফিকুল ও আব্দুর রাজ্জাক জানান, বানরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। এটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড় দেখে আবার ভীত হয়ে দোকানের চালে উঠে আশ্রয় নিতে বাধ্য হয়।

ব্যবসায়ী মিন্টু রায় বলেন, বাজারে আসা কেউ কেউ একে দূর থেকে কলাসহ বিভিন্ন ফল ও শুকনো খাবার দেন। ভয় ও আতঙ্কের মধ্যেও বানরটি ক্ষুধা নিবারণে এসব খাবার খেয়েছে।

বাজারে আসা অনেকেই বলেছেন, ভবঘুরে বানরটি ক্ষেপে গেলে মানুষের ক্ষতি করতে পারে। জরুরিভিত্তিতে একে উদ্ধার করা প্রয়োজন।

উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, খোঁজ নিয়ে ভবঘুরে বানরটি উদ্ধারে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত