Ajker Patrika

শেরপুরে ১৬ প্রার্থীকে জরিমানা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
শেরপুরে ১৬ প্রার্থীকে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৬ প্রার্থীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় পঞ্চম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। তবে এ প্রচারণায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে প্রতীক বরাদ্দ পাওয়ার পর শোভাযাত্রা ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রচার, সভা-সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খাদ্য সরবরাহ, প্রতীকের তোরণ বানিয়ে আলোকসজ্জা। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তরফ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ জন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে ১৬টি মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত