Ajker Patrika

স্বাস্থ্যবিধি মানতে অনীহা, বাড়ছে উপসর্গের রোগী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ৫১
স্বাস্থ্যবিধি মানতে অনীহা, বাড়ছে উপসর্গের রোগী

ঝিনাইদহের শৈলকুপায় ওমিক্রনের সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ কাজে আসছে না। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার ২২২ শতাংশ বাড়লেও এ উপজেলার সাধারণ মানুষদের মাঝে তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না। এদিকে হঠাৎ করেই বেড়েছে সর্দি-জ্বর, কাশিসহ করোনার নানা উপসর্গের রোগী।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষই ইচ্ছা মতো চলাচল করছেন। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। অধিকাংশের মুখে নেই মাস্ক। হোটেল ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। গণপরিবহনেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। কোনো ক্ষেত্রেই নজরদারির বালাই নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশ কয়েক মাস পর্যন্ত উপজেলায় কিছুটা স্থিতিশীল ছিল করোনার সংক্রমণ। কিন্তু ২০২১ সালের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংক্রমণ ক্রমাগত বাড়তে শুরু করেছে। ওমিক্রনের সংক্রমণ রোধে বিধি-নিষেধ আরোপ করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। স্বাস্থ্যবিধি মানতে সতর্কতামূলক প্রচার চালানো হলেও কাজ হচ্ছে না। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সচেতন কিছু স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করেই অধিকাংশ মানুষের মধ্যে করোনার নানা উপসর্গ দেখা দিয়েছে। অনেকে হাসপাতাল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করেই যাচ্ছে ওষুধের দোকানে। তা ছাড়া বিধিনিষেধ মানতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা এবং থানা-পুলিশকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) রাশেদ আল মামুন বলেন, ‘মানুষের মধ্যে টিকা নেওয়ার হার বাড়লেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তদের করোনার ধরন ডেলটা না ওমিক্রন তা নিশ্চিত করা যায়নি।’ তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ মানুষেরা সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব না। আমি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত