Ajker Patrika

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি দীপক সাহা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ২৪
ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি দীপক সাহা

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা। গত নভেম্বর মাসের সার্বিক বিষয়ে পর্যালোচনা করে ডিআইজি কার্যালয় তাঁকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার সকালে ডিআইজি হাবিবুর রহমানের পক্ষে অতিরিক্ত ডিআইজি জিহাদুল আলম তাঁকে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) নূরে আলম মিনহা, অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। ইতিপূর্বে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার পুরস্কার পেয়েছি। এবারও ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তা বাছাই করেছেন আমাকে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত