Ajker Patrika

চাষিদের মাঝে কৃষিপণ্য বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
চাষিদের মাঝে কৃষিপণ্য বিতরণ

পঞ্চগড়ের বোদায় ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর সঙ্গে কৃষি যান্ত্রিকরণের আওতায় ভর্তুকি মূল্যে একটি ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়

গতকাল মঙ্গলবার বোদা উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এসব সার ও বীজ এবং ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে গম, ভুট্টা ও সরিষার বীজ ও সার দেওয়া হয়। প্রতি কৃষকের মাঝে ৩০ কেজি সার, ২০ কেজি গম বীজ, ৩ কেজি ভুট্টা বীজ এবং ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত