মাহবুব আলম রাসেল, দৌলতপুর
দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়নের গালা বাজারসংলগ্ন একটি সেতু ২০১৫ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সেতুটির দুই পাশে নেই কোনো রাস্তা। স্থানীয়রা বলছেন, সেতুটি চলাচলের কোনো কাজেই আসে না। সরেজমিনে দেখা যায়, সেতুর নাম ফলকে লেখা গালা-ধুনট রাস্তা। বাস্তবে সেতুর দুই পাশে কোনো রাস্তাই নেই। সেতুর পূর্ব পাশে কাঠবাগান আর পশ্চিম পাশে খেত।
সেতুর ১০০ মিটার উত্তরে গালা জামে মসজিদ। সেতুর ওপর দিয়ে মসজিদে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এলাকাবাসী জানান, সেতু নির্মাণের সময় তাঁরা বাধা দিয়েছিলেন। কিন্তু ঠিকাদারেরা কোনো কথা না শুনে ইচ্ছামতো জায়গায় সেতু নির্মাণ করেন। এই সেতুর পাশেই মসজিদ, সেখানে যাওয়ার জন্য গ্রামবাসী মিলে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। সেতুর ওপরে শুধু শস্য শুকানো হয়। স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, ‘সেতু নির্মাণের সময় আমি উপস্থিত ছিলাম। আমিও গ্রামবাসীর সঙ্গে বাধা দিয়েছিলাম। কিন্তু ঠিকাদার যে খালের ওপর সেতু করেছে সবচেয়ে কম প্রস্থ হচ্ছে ওখানে। খরচ কমানোর জন্য সেতুটি ওখানে নির্মাণ করা হয়।
পরবর্তীকালে রাস্তার জন্য অনেক চেষ্টা তদবির করেছি। কিন্তু কাজ হয়নি।’ স্থানীয় অ্যাডভোকেট মহিদুর রহমান বলেন, ‘সেতুটি পাস হয়েছিল মসজিদে যাতায়াতের জন্য। কিন্তু এমন জায়গায় করা হয়েছে, যা আমাদের কোনো কাজেই আসছে না। মসজিদে যাওয়ার জন্য একটি কাঠের সেতু করা হয়েছে। কয়েক দিন পরপর সেটি ভেঙে যায়। যার কারণে মানুষকে প্রায়ই দুর্ভোগে পড়তে হয়।’ উত্তর গালা জামে মসজিদ কমিটির সভাপতি মো. লিটন মিয়া বলেন, সেতুর পূর্ব পাশে কৃষিজমি।
কৃষকেরা কোনো শস্য এই সেতুর ওপর দিয়ে আনা–নেওয়া করতে পারেন না। মসজিদে যাতায়াতের জন্য আলাদা সেতু করতে হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক বলেন, ‘আমার আগের কর্মকর্তার সময় সেতুটি নির্মিত হয়েছে। আমি ইউএনও স্যারকে সঙ্গে নিয়ে সেতুটি পরিদর্শন করেছি। দুই পাশের জমি নিয়ে একটু সমস্যা আছে। এলাকাবাসী সহযোগিতা করলে এই অর্থবছরই সড়কটি করে দেব। দৌলতপুরের চরাঞ্চলে এই রকম একটা সেতু ছিল। জানার পর সেখানে সড়কের ব্যবস্থা করেছি।’
দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়নের গালা বাজারসংলগ্ন একটি সেতু ২০১৫ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সেতুটির দুই পাশে নেই কোনো রাস্তা। স্থানীয়রা বলছেন, সেতুটি চলাচলের কোনো কাজেই আসে না। সরেজমিনে দেখা যায়, সেতুর নাম ফলকে লেখা গালা-ধুনট রাস্তা। বাস্তবে সেতুর দুই পাশে কোনো রাস্তাই নেই। সেতুর পূর্ব পাশে কাঠবাগান আর পশ্চিম পাশে খেত।
সেতুর ১০০ মিটার উত্তরে গালা জামে মসজিদ। সেতুর ওপর দিয়ে মসজিদে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এলাকাবাসী জানান, সেতু নির্মাণের সময় তাঁরা বাধা দিয়েছিলেন। কিন্তু ঠিকাদারেরা কোনো কথা না শুনে ইচ্ছামতো জায়গায় সেতু নির্মাণ করেন। এই সেতুর পাশেই মসজিদ, সেখানে যাওয়ার জন্য গ্রামবাসী মিলে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। সেতুর ওপরে শুধু শস্য শুকানো হয়। স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, ‘সেতু নির্মাণের সময় আমি উপস্থিত ছিলাম। আমিও গ্রামবাসীর সঙ্গে বাধা দিয়েছিলাম। কিন্তু ঠিকাদার যে খালের ওপর সেতু করেছে সবচেয়ে কম প্রস্থ হচ্ছে ওখানে। খরচ কমানোর জন্য সেতুটি ওখানে নির্মাণ করা হয়।
পরবর্তীকালে রাস্তার জন্য অনেক চেষ্টা তদবির করেছি। কিন্তু কাজ হয়নি।’ স্থানীয় অ্যাডভোকেট মহিদুর রহমান বলেন, ‘সেতুটি পাস হয়েছিল মসজিদে যাতায়াতের জন্য। কিন্তু এমন জায়গায় করা হয়েছে, যা আমাদের কোনো কাজেই আসছে না। মসজিদে যাওয়ার জন্য একটি কাঠের সেতু করা হয়েছে। কয়েক দিন পরপর সেটি ভেঙে যায়। যার কারণে মানুষকে প্রায়ই দুর্ভোগে পড়তে হয়।’ উত্তর গালা জামে মসজিদ কমিটির সভাপতি মো. লিটন মিয়া বলেন, সেতুর পূর্ব পাশে কৃষিজমি।
কৃষকেরা কোনো শস্য এই সেতুর ওপর দিয়ে আনা–নেওয়া করতে পারেন না। মসজিদে যাতায়াতের জন্য আলাদা সেতু করতে হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক বলেন, ‘আমার আগের কর্মকর্তার সময় সেতুটি নির্মিত হয়েছে। আমি ইউএনও স্যারকে সঙ্গে নিয়ে সেতুটি পরিদর্শন করেছি। দুই পাশের জমি নিয়ে একটু সমস্যা আছে। এলাকাবাসী সহযোগিতা করলে এই অর্থবছরই সড়কটি করে দেব। দৌলতপুরের চরাঞ্চলে এই রকম একটা সেতু ছিল। জানার পর সেখানে সড়কের ব্যবস্থা করেছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫