Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ০৬
জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখবর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ও দুজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

শেখবরের বাড়ি হালুয়াহাটি গ্রামে। আহতরা হলেন হালুয়াহাটি গ্রামের মাহফুজ (৩০) ও একই গ্রামের সরাফত আলী (৭০)। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হালুয়াহাটি গ্রামের জজ মিয়া ও জিকু মিয়াদের সঙ্গে শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বুধবার সন্ধ্যায় জজ মিয়া ও জিকু মিয়াসহ কয়েক জন শেখবরদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন শেখবর। আহত হন মাহফুজ ও সরাফত আলী। আহতদের মধ্যে সরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক। সরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, শেখবর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আহত সরাফত আলীর অবস্থায় আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের আঘাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের কোপের আঘাতে নিহত হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ যাবে।

শ্রীবরদী থানা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতর ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত