সুনামগঞ্জ প্রতিনিধি
শেষ মুহূর্তের প্রচারে সরগরম সুনামগঞ্জের তিন উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী মাঠ। ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আজ সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার।
হাওর-অধ্যুষিত ধর্মপাশা, জামালগঞ্জ ও শাল্লা উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামেগঞ্জে এখন নির্বাচনের আমেজ বিরাজমান। তিন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ১৩২ প্রার্থী। নৌকার মনোনীত প্রার্থীরা ছাড়াও মাঠে সরব আছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরাও। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রতীকে নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে বিএনপি নেতারাও।
সরেজমিন দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর হাটবাজার। কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কেউ কুশল বিনিময় করছেন, কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি।
এদিকে নির্বাচনের প্রচারকালে একে অপরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চরম বিপাকে আছেন নৌকার মনোনীত প্রার্থীরা। স্থানীয় নির্বাচন মনে করে আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীকে দেখা গেছে বিদ্রোহী প্রার্থীর পাশেই প্রচারণায়। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য প্রার্থীরাও ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ তিন উপজেলায় ১৮২ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এগুলোর মধ্যে শাল্লার ৪ ইউপিতে ৪০টি, জামালগঞ্জের ৪ ইউপিতে ৪২টি ও ধর্মপাশার ১০ ইউপিতে ১০০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।
ধর্মপাশার ১০ ইউপিতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৫৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ৮৩ হাজার ৩৩১ ও নারী ৮২ হাজার ২২৮ জন। শাল্লার ৪ ইউপিতে মোট ভোটার ৮৪ হাজার ৮৭৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ৪২ হাজার ৭১৪ ও নারী ৪২ হাজার ১৬১ ভোট। জামালগঞ্জের ৪ ইউপিতে ৮২ হাজার ২৪৪ জন ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ৪১ হাজার ৬৯৯ ও নারী ৪০ হাজার ৫৪৫ জন ভোট দেবেন।
ধর্মপাশা: উপজেলার ১০ ইউপিতে নির্বাচনের উত্তাপ বইছে শেষ মুহূর্তে। এই উপজেলার ১০ ইউপিতে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। জোরেশোরে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু যেসব প্রার্থী বিগত দিনে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও করোনাকালে সাহায্যে এগিয়ে যাননি, ভোটাররা তাঁদের প্রতি ক্ষুব্ধ। তাঁরা সৎ, যোগ্য প্রার্থী চান।
বংশীকুন্ডা চৌরাস্তার ভোটার আরব আলী বলেন, ‘সৎ, যোগ্য ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, এমন প্রার্থীকেই ভোট দেব।’
জামালগঞ্জ: পঞ্চম ধাপে উপজেলার চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বাকি মাত্র দুদিন, তাই প্রচারণাও তুঙ্গে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের ২৪ জন চেয়ারম্যান, ৫৯ জন সংরক্ষিত সদস্য ও ২০১ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি ইউপির মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২৪৪ জন এবং ৪২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
জেলার হাওর-অধ্যুষিত দুর্গম ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য বাড়িয়ে দেওয়া হবে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
তিনি জানান, ইতিমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেহেতু প্রতিটি উপজেলা অতি দুর্গম, তাই উপজেলায় নির্বাচন অফিসে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
শেষ মুহূর্তের প্রচারে সরগরম সুনামগঞ্জের তিন উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী মাঠ। ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আজ সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার।
হাওর-অধ্যুষিত ধর্মপাশা, জামালগঞ্জ ও শাল্লা উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামেগঞ্জে এখন নির্বাচনের আমেজ বিরাজমান। তিন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ১৩২ প্রার্থী। নৌকার মনোনীত প্রার্থীরা ছাড়াও মাঠে সরব আছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরাও। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রতীকে নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে বিএনপি নেতারাও।
সরেজমিন দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর হাটবাজার। কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কেউ কুশল বিনিময় করছেন, কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি।
এদিকে নির্বাচনের প্রচারকালে একে অপরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চরম বিপাকে আছেন নৌকার মনোনীত প্রার্থীরা। স্থানীয় নির্বাচন মনে করে আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীকে দেখা গেছে বিদ্রোহী প্রার্থীর পাশেই প্রচারণায়। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য প্রার্থীরাও ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ তিন উপজেলায় ১৮২ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এগুলোর মধ্যে শাল্লার ৪ ইউপিতে ৪০টি, জামালগঞ্জের ৪ ইউপিতে ৪২টি ও ধর্মপাশার ১০ ইউপিতে ১০০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।
ধর্মপাশার ১০ ইউপিতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৫৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ৮৩ হাজার ৩৩১ ও নারী ৮২ হাজার ২২৮ জন। শাল্লার ৪ ইউপিতে মোট ভোটার ৮৪ হাজার ৮৭৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ৪২ হাজার ৭১৪ ও নারী ৪২ হাজার ১৬১ ভোট। জামালগঞ্জের ৪ ইউপিতে ৮২ হাজার ২৪৪ জন ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ৪১ হাজার ৬৯৯ ও নারী ৪০ হাজার ৫৪৫ জন ভোট দেবেন।
ধর্মপাশা: উপজেলার ১০ ইউপিতে নির্বাচনের উত্তাপ বইছে শেষ মুহূর্তে। এই উপজেলার ১০ ইউপিতে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। জোরেশোরে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু যেসব প্রার্থী বিগত দিনে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও করোনাকালে সাহায্যে এগিয়ে যাননি, ভোটাররা তাঁদের প্রতি ক্ষুব্ধ। তাঁরা সৎ, যোগ্য প্রার্থী চান।
বংশীকুন্ডা চৌরাস্তার ভোটার আরব আলী বলেন, ‘সৎ, যোগ্য ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, এমন প্রার্থীকেই ভোট দেব।’
জামালগঞ্জ: পঞ্চম ধাপে উপজেলার চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বাকি মাত্র দুদিন, তাই প্রচারণাও তুঙ্গে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী-সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের ২৪ জন চেয়ারম্যান, ৫৯ জন সংরক্ষিত সদস্য ও ২০১ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি ইউপির মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২৪৪ জন এবং ৪২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
জেলার হাওর-অধ্যুষিত দুর্গম ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য বাড়িয়ে দেওয়া হবে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
তিনি জানান, ইতিমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেহেতু প্রতিটি উপজেলা অতি দুর্গম, তাই উপজেলায় নির্বাচন অফিসে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪