Ajker Patrika

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ মন্তব্য করেন। উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।

আশিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে আমাদের বিজয় অর্জন হয়েছে। আমরা সৌভাগ্যবান বলেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছি।’

সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নেতৃত্ব বিশ্ব নেতাদের কাছে অনুকরণীয় বিষয়ে পরিণত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত