Ajker Patrika

লাইসেন্স নেই, দণ্ড ৯ জনের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ৫১
লাইসেন্স নেই, দণ্ড  ৯ জনের

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রেড লাইসেন্স ব্যতীত দোকান পরিচালনার দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।

গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চৌরাস্তা ও কালান্দিগছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মহাসড়ক ও পাকা সড়কে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ও বাজার তদারকিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ মোটরসাইকেল আরোহীকে এবং স্থানীয় সরকার আইন অনুযায়ী ৩ দোকানদারকে বিভিন্ন অঙ্কে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, মহাসড়কে লাইসেন্সবিহীন অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ মোটরসাইকেল আরোহীকে ও ট্রেড লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করায় তিন দেকানদারসহ মোট ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সচেতন করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত