মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শনিবার। তবে ঊর্ধ্বমুখী বাজারের চাপে মলিন হয়ে আছে উৎসব। রংপুরের মিঠাপুকুরে সীমিত আয়ের পরিবারগুলোতে এখনো আনন্দমুখর পরিবেশের আবহ গড়ে ওঠেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোগ্যপণ্যসহ সব পণ্যের দাম বাড়ার কারণে উৎসবে ভাটা পড়েছে। পূজা-পার্বণের জন্য সঞ্চিত টাকায় আগেই টান পড়েছে।
উপজেলার মাহাথির মার্কেটের কাপড় ব্যবসায়ী ফখরুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বিক্রি কম হয়েছে। শিশুদের জামা কিছুটা বিক্রি হলেও বড়দের পোশাক বিক্রি ছিল অনেক কম।
মিঠাপুকুর গ্রামের সুশীল বর্মণ বলেন, এ বছর নারকেলের দামও বেড়ে গেছে। এখানে প্রতিটি নারকেল ১০০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে টানাপোড়েনের মধ্যেই উদ্যাপন করা হচ্ছে শারদীয় উৎসব।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর শাখার সদস্যসচিব স্বপন সরকার জানান, এ বছর উপজেলায় ১৩৪টি মণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।
এসব মণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৬৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পেয়েছে বলে জানান উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কেরকেটা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সব পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে মতবিনিময় করে মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ‘প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছি। এ ছাড়া ১০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। তাঁদের জন্য জেলা প্রশাসকের স্বাক্ষর করা পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এ উপজেলায় সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে শারদীয় পূজা সম্পন্ন হবে বলে আশাবাদী।’
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শনিবার। তবে ঊর্ধ্বমুখী বাজারের চাপে মলিন হয়ে আছে উৎসব। রংপুরের মিঠাপুকুরে সীমিত আয়ের পরিবারগুলোতে এখনো আনন্দমুখর পরিবেশের আবহ গড়ে ওঠেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোগ্যপণ্যসহ সব পণ্যের দাম বাড়ার কারণে উৎসবে ভাটা পড়েছে। পূজা-পার্বণের জন্য সঞ্চিত টাকায় আগেই টান পড়েছে।
উপজেলার মাহাথির মার্কেটের কাপড় ব্যবসায়ী ফখরুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বিক্রি কম হয়েছে। শিশুদের জামা কিছুটা বিক্রি হলেও বড়দের পোশাক বিক্রি ছিল অনেক কম।
মিঠাপুকুর গ্রামের সুশীল বর্মণ বলেন, এ বছর নারকেলের দামও বেড়ে গেছে। এখানে প্রতিটি নারকেল ১০০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে টানাপোড়েনের মধ্যেই উদ্যাপন করা হচ্ছে শারদীয় উৎসব।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর শাখার সদস্যসচিব স্বপন সরকার জানান, এ বছর উপজেলায় ১৩৪টি মণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।
এসব মণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৬৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পেয়েছে বলে জানান উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কেরকেটা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সব পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে মতবিনিময় করে মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ‘প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছি। এ ছাড়া ১০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। তাঁদের জন্য জেলা প্রশাসকের স্বাক্ষর করা পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এ উপজেলায় সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে শারদীয় পূজা সম্পন্ন হবে বলে আশাবাদী।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪