Ajker Patrika

ফতুল্লায় ৯ ড্রেজার শ্রমিক গ্রেপ্তার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫১
ফতুল্লায় ৯ ড্রেজার শ্রমিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত সোমবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ৩টি ড্রেজার জব্দ করা হয়েছে।

এই ঘটনায় সোমবার রাতেই বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার দিনব্যাপী ধলেশ্বরী নদীতে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে রাতে অভিযান চালায় বক্তাবলী নৌ পুলিশ। এ সময় ৩টি ড্রেজারসহ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে পালিয়ে যায় আরও ৭-৮ জন শ্রমিক। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাটি কাটার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেপ্তারকৃতরা হলেন রবিন, শামীম, জুম্মন, রিয়াজ, নাজমুল, রানা, খাইরুল ইসলাম, সজিব ও সোহাগ। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাঁরা প্রত্যেকেই ড্রেজারের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ড্রেজারের মালিকসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত