Ajker Patrika

আ.লীগের নেতাকে কুপিয়ে টাকা, স্বর্ণ লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬: ২৯
আ.লীগের নেতাকে কুপিয়ে টাকা, স্বর্ণ লুট

নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হকের বাসায় ডাকাতি হয়েছে। গতকাল সোমবার ভোরে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এই ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের মুখে শরিফুল হকের পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান ডাকাতেরা। এ সময় বাধা দিতে গেলে শরিফুল হককে কুপিয়ে জখম করা হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শরিফুল হক বলেন, ‘সোমবার ভোরে পাঁচ-ছয়জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে বাসার ভেতরে ঢোকেন। তাঁরা রামদা নিয়ে আমাদের জিম্মি করে রুমের আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন। তাঁদের বাধা দিতে গেলে ডাকাতদের একজন আমার হাতে ও ঘাড়ে রামদা দিয়ে কোপ দেন। এতে আমি অচেতন হয়ে পড়ি। একপর্যায়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে। এতে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যান।’

প্রতিবেশী তানজিরুল হক রনি জানান, ভোরে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শরিফুল হক আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘এ ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করি, দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত