Ajker Patrika

অনেকেই মনে করে ক্ষমতা চিরস্থায়ী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ০০
Thumbnail image

সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ভাইরাল বিতর্কিত প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না।’ গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রীর প্রসঙ্গে সাংসদ আরও বলেন, ‘রাজনীতিতে ঝগড়া-বিবাদ থাকতে পারে মান-অভিমান থাকতে পারে, এটা সারা পৃথিবীতে আছে। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিকভাবে মা-বোনদের নিয়ে কথা বলা এবং মৃত মানুষকে অসম্মান করা, তারা আর যে কেউ হোক, তারা রাজনীতিবিদ না।’

প্রয়াত কাউন্সিলর আলার স্মরণে তিনি বলেন, ‘আমার কাছে অবাক লাগছে আমি কেন এ জায়গায় দাঁড়িয়ে আলার জন্য শোক প্রকাশ করছি? ও কেন চলে গেল? হয়তো ওর সময় এতটুকু ছিল। কোনো অহংকার ছিল না ওর মাঝে। এখন ওর জন্য আমাদের দোয়া করা ছাড়া কিছুই করার নেই। ওর জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বিএসসির সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত