Ajker Patrika

একাধিক ভাতাভোগীর নামে উদ্যোক্তার নম্বর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
একাধিক ভাতাভোগীর নামে উদ্যোক্তার নম্বর

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এক উদ্যোক্তার মোবাইল নম্বর দিয়ে একাধিক ভাতাভোগীর আবেদন করার অভিযোগ উঠেছে। এতে করে চূড়ান্ত তালিকা প্রণয়নে সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট দপ্তর। 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনামতে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতাপ্রাপ্ত সব সুবিধাভোগীর মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর জন্য ভাতাভোগীদের অনলাইন (এমআইএস) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাতা পাওয়ার যোগ্য উপকারভোগীরা মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নে অনলাইনে আবেদন করেন। কিন্তু ভাতাভোগীদের এমআইএসের আওতায় আনতে গিয়ে ঘটে বিপত্তি। কারণ ভাতাভোগীদের নাম-ঠিকানা সঠিক থাকলেও কয়েক ব্যক্তির নামে একই নম্বর ব্যবহৃত করা হয়। ফলে ভাতাভোগীদের চূড়ান্ত তালিকা এমআইএস করতে সমস্যা দেখা দেয়। 

এলাকাবাসীরা বলেন, এসব অনিয়মের ফলে অনেক ভাতাভোগী সরকারি প্রাপ্য থেকে বঞ্চিত হন। কারণ ভাতাভোগীদের টাকা মোবাইলে আসে। যদি মোবাইল নম্বরে গরমিল থাকে, তাহলে ভাতাভোগী টাকা পাবেন না। পরবর্তী সময়ে মোবাইল নম্বর পরিবর্তনে সমস্যা দেখা দেয়। তাঁরা বলেন, ‘ভাতাভোগীদের টাকা আত্মসাতের পরিকল্পনা করে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তাঁর নিজের মোবাইল নম্বর ব্যবহার করেছে।’ 

অভিযোগের বিষয়ে উদ্যোক্তা মুনমুন নাহার বলেন, ‘বেশ কয়েকজন অনলাইনে আবেদন করার সময় মোবাইল নম্বর বলতে পারেন নাই। সে কারণে তিনি তাঁর মোবাইল নম্বর দিয়ে ১১ জনের আবেদন করে দিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় মোবাইল নম্বর পরিবর্তন করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত