Ajker Patrika

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুর নেতৃত্বে বিশাল ঝাড়ু মিছিল বের হয়। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। সংবাদ সম্মেলনের একপর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও তাঁর মা অফিস ঢুকলেই সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিজয় মিছিলের অংশ হিসেবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে যায়। সেখানে উপস্থিত ছিল মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় কোনো কারণ ছাড়াই উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ শাহিন শাহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বের হয়ে যান। এতে সংক্ষুব্ধ মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংগঠিত হয়ে রোববার ঝাড়ু মিছিল করেন।

উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ্ বলেন, ‘আমি মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করিনি। তাঁদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ রয়েছে।’

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘দুই গ্রুপের মধ্যে উত্তেজনা মূলক পরিবেশ সৃষ্টি হয় পরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত