Ajker Patrika

নির্বাচনে হেরে গিয়ে হুমকি, পিটুনি

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৩১
নির্বাচনে হেরে গিয়ে  হুমকি, পিটুনি

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান পদে পরাজিত প্রার্থী মো. উজ্জল শেখের বিরুদ্ধে নৌকার সমর্থক এক ব্যবসায়ীকে পেটানো ও ভোট না দেওয়ার অভিযোগ এনে বিন্দু সম্প্রদায়ের লোকজনকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

একই ইউপির নব-নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, ‘উজ্জল শেখ গত শুক্রবার বিকেলে ২৫-৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে সিঙ্গা বাজারে এসে নৌকার সমর্থক মুদি ব্যাসায়ী সানোয়ারের (৪০) দোকানে ঢুকে তাঁকে বেধড়ক পেটায়। পরে সন্ধ্যায় হিন্দু অধ্যুষিত বড়গাতি গ্রামে প্রবেশ করলে গ্রামের অনেক মানুষ উজ্জ্বল বাহিনীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।’

সাইফুল ইসলাম হিটু আরও বলেন, ‘নির্বাচনের আগে উজ্জল এসব হিন্দু এলাকায় গিয়ে হুমকি দিয়ে বলেছিলেন, যদি তাঁকে ভোট দেওয়া না হয় তাহলে হাত-পা কেটে ফেলা হবে। গত শনিবার দুপুরে গোবরা বাজারের নৌকার কর্মী ভ্যান চালক লতিফ মোল্যাকে হুমকি দিয়েছে উজ্জ্বল।’

তিনি আরও বলেন, ‘নলদীর চর এলাকার আশিক নামে নৌকার সমর্থক উজ্জ্বল চেয়ারম্যানের ভয়ে স্থানীয় গোবরা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে ভয় পাচ্ছে। এসব বিষয় আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।’

এস.এস.সি পরীক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, ‘সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের ভয়ে দীর্ঘ এক বছরের বেশি বাড়িতে থাকতে পারিনা। তাঁর জন্যই স্থানীয় গোবরা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে ভয় পাচ্ছি।’

এসব অভিযোগের বিষয়ে পরাজিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান উজ্জল শেখকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘হুমকি-ধমকির বিষয়টি শুনেছি। বিষয়টি আমি দেখছি। তবে সব পক্ষ কে নিয়ে দ্রুত আমরা বসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত