Ajker Patrika

নাগেশ্বরীতে ১২৬টি কেন্দ্র প্রস্তুত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
নাগেশ্বরীতে ১২৬টি কেন্দ্র প্রস্তুত

কুড়িগ্রামের নাগেশ্বরীর ১৩ ইউনিয়নের সব ভোটকেন্দ্রে পৌঁছে গেছে জনবল ও নির্বাচন সামগ্রী। গতকাল শনিবার সকাল থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন রিটার্নিং কর্মকর্তারা। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ২১৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৩৩৭ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৮৭৮ জন। এতে চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ভোটগ্রহণে ১২৬ প্রিসাইডিং সহ. প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে ভোটগ্রহণ করবেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনছার-ভিডিপি, পুলিশ, বিজিবি ছাড়াও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাবের ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

২৮ নভেম্বর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতীক বরাদ্দের দিন নেওয়াশী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এন্তাজ আলী (আনারস) মারা গেলে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত