Ajker Patrika

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৫: ৩৯
র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গত বুধবার দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ১ হাজার সাতটি ইয়াবা, ১০২ বোতল বিদেশি মদ এবং ৩২ কেজি গাঁজা।

গতকাল বৃহস্পতিবার র‍্যাব-৯ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার সাতটি ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে র‍্যাব। তাঁরা হলেন, যশোরের পাঠান পাইকপাড়া গ্রামের মো. মিলন খাঁন (৪৬) ও এসএমপির দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার বাসিন্দা মো. শাবলু আহমেদ (২৮)।

একই দিনে অপর আরেকটি অভিযানে র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এদিকে, র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অপর অভিযানে বুধবার হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি মাধবপুর উপজেলার বৌকুন্ঠপুর চা বাগান এলাকার বাবুল চৌহান (২৭)।

র‍্যাব-৯- এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত