Ajker Patrika

‘গুম-খুন করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
‘গুম-খুন করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না’

গুম-খুন করে বিএনপির আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দিনাজপুরের বাংলা হিলি বাজারের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাহিদ হোসেন আরও বলেন, ‘সরকার ১০ টাকা কেজি দরে চাল এবং ঘরে-ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছে। আজ চাল, ডাল, তেলসহ কৃষকের সারের দাম বাড়িয়ে দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ মুখে যা বলে বাস্তবে তা করে না এটাই তার প্রমাণ। 

জ্বালানি তেলসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভারা বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

এতে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত