Ajker Patrika

বহিষ্কারের পর বরখাস্ত মেয়র শাহানশাহ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বহিষ্কারের পর বরখাস্ত মেয়র শাহানশাহ

বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌরসভা-২ শাখার উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মনে করে, মেয়র শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচারবহির্ভূত ও অসদাচরণ। সেই সঙ্গে এটি ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থেরও পরিপন্থী। এ কারণে তাঁকে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৩১-এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় এর আগে গত রোববার উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হারান মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে তাঁকে দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। এতে পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র শাহনেওয়াজ শাহানশাহ প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত