নিজস্ব প্রতিবেদক ও খুলনা প্রতিনিধি
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি। এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি।
তবে সমাবেশ সামনে রেখে পরিবহন বন্ধসহ সরকার নানামুখী ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বিএনপি। নেতারা বলছেন, গাড়ি বন্ধের পর হেঁটে হলেও লক্ষাধিক লোক এ সমাবেশে সমবেত হবে। চট্টগ্রাম ও ময়মনসিংহের চেয়ে বেশি লোকের সমাবেশ হবে বলে বিএনপির নেতারা আশাবাদী।
খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে গতকাল বুধবার দুপুরে খুলনা বিএনপির কে ডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় তাদের প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। সব এলাকা থেকে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে আসার জন্য প্রস্তুত হয়ে আছেন।
নগর আহ্বায়ক শফিকুল আলম মনা আরও বলেন, জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি; ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলামকে গুলি করে হত্যা, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদ; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সম্পর্কে জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মনা আরও বলেন, সমাবেশ কর্মসূচি সর্বাত্মক সফল করতে নানা ধরনের প্রস্তুতি চলছে। কেবল খুলনা মহানগর ও জেলা নয়, লাখ মানুষের এই সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রয়াস চলছে বিভাগের বাকি জেলায়। সমাবেশস্থল হিসেবে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরকে নির্ধারণ করেছে বিএনপি। ইতিপূর্বে খুলনা সিটি করপোরেশন থেকে অনুমতি পাওয়া গেছে।
এ ছাড়া সমাবেশে মাইক ব্যবহার ও প্রচারের জন্য অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক, এই সমাবেশ আটকাতে পারবে না। সেখানে মানুষের জোয়ার হবে। এই বিভাগের মানুষ সাঁতার কেটে হলেও সমাবেশে আসবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঘরবন্দী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। তিনি সরকারের ষড়যন্ত্রে দেশে আসতে পারছেন না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘এদিকে সরকার দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তাই দেশের মানুষ ফুঁসে উঠেছে। আমরা এই সমাবেশ করছি দেশের মানুষের মুক্তির জন্য।’ তিনি বলেন, ‘সমাবেশটাকে সফল না করতে সরকার নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। ইতিমধ্যে যশোর থেকে বিনা পরোয়ানায় আমাদের ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আটক আর গ্রেপ্তার খেলা বহু পুরোনো। আমরা ভয় পাই না। এসব করে আমাদের সমাবেশ পণ্ড করা যাবে না। এটা বিভাগীয় সমাবেশ, ১০ জেলার মানুষ এখানে হাজির হবেন।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি। এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি।
তবে সমাবেশ সামনে রেখে পরিবহন বন্ধসহ সরকার নানামুখী ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে বিএনপি। নেতারা বলছেন, গাড়ি বন্ধের পর হেঁটে হলেও লক্ষাধিক লোক এ সমাবেশে সমবেত হবে। চট্টগ্রাম ও ময়মনসিংহের চেয়ে বেশি লোকের সমাবেশ হবে বলে বিএনপির নেতারা আশাবাদী।
খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে গতকাল বুধবার দুপুরে খুলনা বিএনপির কে ডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় তাদের প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। সব এলাকা থেকে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে আসার জন্য প্রস্তুত হয়ে আছেন।
নগর আহ্বায়ক শফিকুল আলম মনা আরও বলেন, জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি; ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলামকে গুলি করে হত্যা, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদ; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সম্পর্কে জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মনা আরও বলেন, সমাবেশ কর্মসূচি সর্বাত্মক সফল করতে নানা ধরনের প্রস্তুতি চলছে। কেবল খুলনা মহানগর ও জেলা নয়, লাখ মানুষের এই সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রয়াস চলছে বিভাগের বাকি জেলায়। সমাবেশস্থল হিসেবে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরকে নির্ধারণ করেছে বিএনপি। ইতিপূর্বে খুলনা সিটি করপোরেশন থেকে অনুমতি পাওয়া গেছে।
এ ছাড়া সমাবেশে মাইক ব্যবহার ও প্রচারের জন্য অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক, এই সমাবেশ আটকাতে পারবে না। সেখানে মানুষের জোয়ার হবে। এই বিভাগের মানুষ সাঁতার কেটে হলেও সমাবেশে আসবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঘরবন্দী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। তিনি সরকারের ষড়যন্ত্রে দেশে আসতে পারছেন না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘এদিকে সরকার দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তাই দেশের মানুষ ফুঁসে উঠেছে। আমরা এই সমাবেশ করছি দেশের মানুষের মুক্তির জন্য।’ তিনি বলেন, ‘সমাবেশটাকে সফল না করতে সরকার নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। ইতিমধ্যে যশোর থেকে বিনা পরোয়ানায় আমাদের ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আটক আর গ্রেপ্তার খেলা বহু পুরোনো। আমরা ভয় পাই না। এসব করে আমাদের সমাবেশ পণ্ড করা যাবে না। এটা বিভাগীয় সমাবেশ, ১০ জেলার মানুষ এখানে হাজির হবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫