Ajker Patrika

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বর মুন্না রাজগড়। ছবি: সংগৃহীত
বর মুন্না রাজগড়। ছবি: সংগৃহীত

আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের বহর নিয়ে সেজেগুজে কনের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন বর। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় গন্তব্যে চলে এসেছিলেন। আর মিনিট পাঁচেক এগোলেই কনের বাড়ি। তখনই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন বর।

সঙ্গে সঙ্গে বরকে বহনকারী সাজানো গাড়িটি গতিপথ পালটে ছুটতে থাকে হাসপাতালের পথে। সঙ্গে থাকা বরযাত্রীদের অন্য গাড়িগুলো রাস্তায় থমকে যায়। ততক্ষণে হাসপাতালে বরকে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেই খবর কনে ও বরের বাড়িতে এলে নিমেষেই বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া বরের নাম মুন্না রাজগড় (২৭)। তিনি জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা। তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন।

বিয়ের জন্য সাজানো মঞ্চ: ছবি: সংগৃহীত
বিয়ের জন্য সাজানো মঞ্চ: ছবি: সংগৃহীত

বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মুন্না বরযাত্রী নিয়ে আসছিলেন। পথে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে মুন্নাকে বহনকারী গাড়িটি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমন খবর শোনার পর বরযাত্রীদের বহনকারী বাকি গাড়িগুলো ঘুরে ফিরে যায়।

কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত