Ajker Patrika

ইভ টিজিং ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ৪০
Thumbnail image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) প্রার্থীরা নির্বাচিত হলে ইভটিজিং মুক্ত সমাজ ও নারীশিক্ষা বিস্তারে কাজ করতে চান; পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি রোধ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তফসিল ঘোষণার পরপর সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পুরুষ কাউন্সিল পদ প্রার্থীদের পাশাপাশি নারী কাউন্সিল পদ প্রার্থীরাও বসে নেই। সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৬ জন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, শামীম আরা লাভলী, জেসমিন আক্তার, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভূঁইয়া। তবে তাঁদের মধ্যে আলোচনায় আছেন টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও শামীম আরা লাভলী। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।

এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৬৯৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৩৭ হাজার ২৭৮ জন।

বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, ‘আমি সুন্দর একটি ওয়ার্ড চাই, যে ওয়ার্ডে কোনো মারামারি, বিশৃঙ্খলা থাকবে না। গত দুইবার নির্বাচিত হয়েছি, ইনশা আল্লাহ জনগণ চাইলে আগামীবারও নির্বাচিত হব।’ তিনি বলেন, ‘আমার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ছিল গ্রামের মতো। আমি প্রতি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে তা শহরে পরিণত করেছি। আমার মেয়র খুবই কাজপাগল মানুষ। তাঁর সাহায্যে আমরা ওয়ার্ডগুলোকে আরও সুন্দর করে জনগণকে উপহার দিতে চাই।’ আরেক কাউন্সিলর পদপ্রার্থী শামীম আরা লাভলী বলেন, ‘আমি এমন ওয়ার্ড চাই, যে ওয়ার্ডের প্রত্যেক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে ও ব্যবসা করতে পারবে। কিশোর গ্যাং, মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমার ওয়ার্ডগুলোতে প্রত্যেক নারী যেন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে চাই।’

ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে লাভলী বলেন, ‘আমার ভোটাররা ওয়ার্ডে নতুন মুখ চান। আমি সব সময় ভোটারদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন

কাজ করতে পারি সেই প্রত্যাশাই করি। আমি সব সময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করব।’

কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন আক্তার বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী উন্নয়ন নিয়ে কাজ করব। মেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত