শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) প্রার্থীরা নির্বাচিত হলে ইভটিজিং মুক্ত সমাজ ও নারীশিক্ষা বিস্তারে কাজ করতে চান; পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি রোধ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তফসিল ঘোষণার পরপর সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পুরুষ কাউন্সিল পদ প্রার্থীদের পাশাপাশি নারী কাউন্সিল পদ প্রার্থীরাও বসে নেই। সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৬ জন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, শামীম আরা লাভলী, জেসমিন আক্তার, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভূঁইয়া। তবে তাঁদের মধ্যে আলোচনায় আছেন টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও শামীম আরা লাভলী। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৬৯৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৩৭ হাজার ২৭৮ জন।
বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, ‘আমি সুন্দর একটি ওয়ার্ড চাই, যে ওয়ার্ডে কোনো মারামারি, বিশৃঙ্খলা থাকবে না। গত দুইবার নির্বাচিত হয়েছি, ইনশা আল্লাহ জনগণ চাইলে আগামীবারও নির্বাচিত হব।’ তিনি বলেন, ‘আমার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ছিল গ্রামের মতো। আমি প্রতি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে তা শহরে পরিণত করেছি। আমার মেয়র খুবই কাজপাগল মানুষ। তাঁর সাহায্যে আমরা ওয়ার্ডগুলোকে আরও সুন্দর করে জনগণকে উপহার দিতে চাই।’ আরেক কাউন্সিলর পদপ্রার্থী শামীম আরা লাভলী বলেন, ‘আমি এমন ওয়ার্ড চাই, যে ওয়ার্ডের প্রত্যেক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে ও ব্যবসা করতে পারবে। কিশোর গ্যাং, মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমার ওয়ার্ডগুলোতে প্রত্যেক নারী যেন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে চাই।’
ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে লাভলী বলেন, ‘আমার ভোটাররা ওয়ার্ডে নতুন মুখ চান। আমি সব সময় ভোটারদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন
কাজ করতে পারি সেই প্রত্যাশাই করি। আমি সব সময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করব।’
কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন আক্তার বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী উন্নয়ন নিয়ে কাজ করব। মেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে কাজ করব।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) প্রার্থীরা নির্বাচিত হলে ইভটিজিং মুক্ত সমাজ ও নারীশিক্ষা বিস্তারে কাজ করতে চান; পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি রোধ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তফসিল ঘোষণার পরপর সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পুরুষ কাউন্সিল পদ প্রার্থীদের পাশাপাশি নারী কাউন্সিল পদ প্রার্থীরাও বসে নেই। সংরক্ষিত নারী ওয়ার্ডের (১, ২ ও ৩) নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৬ জন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, শামীম আরা লাভলী, জেসমিন আক্তার, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভূঁইয়া। তবে তাঁদের মধ্যে আলোচনায় আছেন টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও শামীম আরা লাভলী। নির্বাচনী ইশতেহার নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৬৯৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৩৭ হাজার ২৭৮ জন।
বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, ‘আমি সুন্দর একটি ওয়ার্ড চাই, যে ওয়ার্ডে কোনো মারামারি, বিশৃঙ্খলা থাকবে না। গত দুইবার নির্বাচিত হয়েছি, ইনশা আল্লাহ জনগণ চাইলে আগামীবারও নির্বাচিত হব।’ তিনি বলেন, ‘আমার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ছিল গ্রামের মতো। আমি প্রতি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে তা শহরে পরিণত করেছি। আমার মেয়র খুবই কাজপাগল মানুষ। তাঁর সাহায্যে আমরা ওয়ার্ডগুলোকে আরও সুন্দর করে জনগণকে উপহার দিতে চাই।’ আরেক কাউন্সিলর পদপ্রার্থী শামীম আরা লাভলী বলেন, ‘আমি এমন ওয়ার্ড চাই, যে ওয়ার্ডের প্রত্যেক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কাজ করতে পারবে ও ব্যবসা করতে পারবে। কিশোর গ্যাং, মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। আমার ওয়ার্ডগুলোতে প্রত্যেক নারী যেন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে চাই।’
ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে লাভলী বলেন, ‘আমার ভোটাররা ওয়ার্ডে নতুন মুখ চান। আমি সব সময় ভোটারদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে যেন
কাজ করতে পারি সেই প্রত্যাশাই করি। আমি সব সময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন করব।’
কাউন্সিলর পদপ্রার্থী জেসমিন আক্তার বলেন, ‘আমি নির্বাচিত হলে নারী উন্নয়ন নিয়ে কাজ করব। মেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে কাজ করব।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১১ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫