Ajker Patrika

ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার সকালে কটিয়াদী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুর রহমান মনিরের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম (অপরাধ), জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোস্তাক আহমেদ, র‍্যাবের ভৈরব কার্যালয়ের কোম্পানি অধিনায়ক এএসপি মো. আক্কাছ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকছেদুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত