Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ১৫
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

শেরপুরে যথাযথ সেবা না দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার আইনে পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে শহরের নারায়ণপুর এলাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও শেরপুর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রেজাউল মেডিকেল হলকে ৭ হাজার জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত