Ajker Patrika

২ চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
২ চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল

ধর্মপাশার পাইকুরাটি ইউপিতে সাকের হোসেন সাগর ও মো. হারুন অর রশিদ সরকার নামে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে তা বাতিল করা হয়। তাঁরা দুজনেই ওই ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এম এ রেজাসহ (পহেল) মোট সাতজন পদপ্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাঁচজনের বৈধ ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সাগর সার ডিলার হওয়ায় ও হারুন ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছেন। ইউপির রিটার্নিং কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ আইন অনুযায়ী সরকার নিযুক্ত কোনো সার ডিলার ও ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত