Ajker Patrika

উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

নাটোর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১২
উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে উত্তরা গণভবন গেটে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, দর্শনার্থী ও দিঘাপতিয়া বালিকা শিশুসদনের এতিম শিশুদের ফুল দিয়ে বরণ করেন। সকালে প্রথম ৫০ দর্শনার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দিঘাপতিয়া শিশুসদনের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে গণভবন। পরে গণভবনের ভেতরে গোল চত্বরে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎসহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। সেই নামকরণের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত