Ajker Patrika

কমিটি চূড়ান্তের গুঞ্জনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
কমিটি চূড়ান্তের গুঞ্জনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিতদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার গুঞ্জনে প্রতিবাদ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গত সোমবার রাতভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। তবে ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের স্বার্থ হাসিল করতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাচ্ছেন শিক্ষার্থীদের দিয়ে।

তবে বিক্ষোভকারী ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকাসক্ত, বিতর্কিত ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের নিয়ে কমিটি চূড়ান্ত করার খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানা হিমেল বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি হবে। মাদকাসক্ত, চাঁদাবাজ, বিতর্কিতদের নিয়ে কমিটি হবে, তা ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীরা মেনে নেবেন না। ছাত্রলীগের ত্যাগী ও পরীক্ষিত সব নেতা-কর্মীর দাবি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং বিএনপি-জামায়াত পরিবারমুক্ত বাংলাদেশ ছাত্রলীগের একটি সুন্দর কমিটি ঘোষণা হোক। তা না করে বিতর্কিত, মাদকাসক্ত ও চাঁদাবাজদের নিয়ে কমিটি ঘোষণা করলে আন্দোলন অব্যাহত থাকবে।

পবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসের কিছু দুর্নীতিগ্রস্ত উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন যাঁরা ২০১৫ সালেও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা গুজব সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা সোমবার রাতে শো-ডাউন করেছিলেন। তবে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত