Ajker Patrika

আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ০৬
আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

কখনো তিনি পরিচয় দিতেন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের এপিএস হিসেবে। কখনো নিরাপত্তাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জাহির করতেন নিজেকে। মূলত তিনি একজন প্রতারক। ভুয়া পরিচয় দিয়ে মানুষকে চাকরির আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তিনি। তার ফাঁদে পড়ে এরই মধ্যে প্রতারিত হয়েছেন শতাধিক মানুষ। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে ধরা পড়েছেন চন্দ্রশেখর মিস্ত্রি নামে ওই প্রতারক।

গত বুধবার তেজগাঁও থেকে গ্রেপ্তারের পর গতকাল তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে প্রতারক চন্দ্রশেখরকে কারাগারে পাঠিয়েছেন।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, নিজের ভাগনেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে গত ২০ জানুয়ারি অধ্যক্ষকে ফোন দিয়ে চাপ প্রয়োগ করেন চন্দ্রশেখর। ওই কলেজের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। এরপর তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখরকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।  গতকাল আদালতে হাজির করে তাঁর ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তা নামঞ্জুর করে চন্দ্রশেখরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত