Ajker Patrika

দেওয়ানগঞ্জে দেবর ভাবির ভোট যুদ্ধ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ১৮
দেওয়ানগঞ্জে দেবর ভাবির ভোট যুদ্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ডাংধরা, চর আমখাওয়া, হাতীভাঙ্গা ও চুকাইবাড়ী ইউপিতে ভোট আগামী ৫ জানুয়ারি।

সকল ইউপিতেই প্রার্থীদের নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় হাতীভাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে দেবর-ভাবির ভোট যুদ্ধের বিষয়।

জানা যায়, এই ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম দৌলত হোসেন চৌধুরীর স্ত্রী ও ইউনিয়ন মহিলা লীগের সহসভাপতি মাহমুদা চৌধুরী লড়ছেন নৌকা প্রতীক নিয়ে।

আর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তাজুল ইসলাম চৌধুরী লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাঁরা সম্পর্কে আপন দেবর ভাবি।

দেবর ভাবি হলেও নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তারা ভিন্ন দল ও ভিন্ন প্রতীকে প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ গরম করে তুলছেন। ভোটের মাঠে কর্তৃত্ব নিতে শুরু থেকে মরিয়া হয়ে উঠেছেন তারা। সারা ইউনিয়ন জুড়ে পোস্টার, লিফলেট ও ব্যানারে ভরে তুলেছেন। ভোট চেয়ে দুজনেই পৃথকভাবে গণসংযোগ, জনসভা ও ভোটারদের কাছ কাছে চাচ্ছেন। এদিকে দেবর ভাবির এই ভোট যুদ্ধে বিব্রত হয়ে পরেছেন সাধারণ ভোটারেরা।

দেবর ভাবির নির্বাচনকে কেন্দ্র করে এই ইউপির ভোটারদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া।

দেবর মো. তাজুল ইসলাম চৌধুরী ও ভাবি মাহমুদা চৌধুরী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত