Ajker Patrika

মা হলেন প্রিয়াঙ্কা, বাবা নিক

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭: ৫৩
Thumbnail image

সারোগেসির মাধ্যমে (এক নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতি) কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখনই মেয়েকে ঘরে আনতে পারছেন না প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। আরও বেশ কিছুদিন তাঁদের সন্তানকে রাখতে হবে হাসপাতালে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে প্রিয়াঙ্কা-নিকের সন্তান। ফলে বেশ কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে নবজাতককে। শোনা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

তাঁদের বিচ্ছেদের গুঞ্জন যখন চলছিল, তখনই সব গুঞ্জনে পানি ঢেলে মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার কথা জানান প্রিয়াঙ্কা। একই পোস্ট শেয়ার করেন তাঁর স্বামী গায়ক-গীতিকার নিক জোনাসও।

পোস্টে তাঁরা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।’

বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে। বলিউডের থেকে হলিউডে সময় বেশি দিলেও, বলিউডে প্রিয়াঙ্কার বন্ধুর সংখ্যা কম নয়। লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল—অনেকেই নতুন মা-বাবাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া একা নন, বলিউডের আরও তারকা রয়েছেন, যাঁরা সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। গত নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা ও জিন গুডএনাফ দম্পতি। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আব্রামের জন্ম দেন শাহরুখ খান-গৌরী। দ্বিতীয় সন্তানের জননী হওয়ার আগে একাধিকবার মিসক্যারেজের সম্মুখীন হয়েছিলেন শিল্পা শেঠি। শেষমেশ সারোগেসির মাধ্যমেই দ্বিতীয় সন্তান কন্যা সমিশা শেঠির জন্ম দেন। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। একইভাবে বাবা হয়েছেন তুষার কাপুর। আজাদের জন্মের আগে একাধিকবার মিসক্যারেজ সম্মুখীন হয়েছিলেন আমির পত্নী কিরণ রাও। সারোগেসির পথে হেঁটেছিলেন তাঁরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত