Ajker Patrika

পাঁচ বছরেও শেষ হয়নি আশ্রয়কেন্দ্রের কাজ

বানারীপাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৯: ৫২
পাঁচ বছরেও শেষ হয়নি আশ্রয়কেন্দ্রের কাজ

বানারীপাড়ায় পাঁচ বছরেও শেষ হয়নি স্কুল ও মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার প্রজেক্টের (এমডিএসপি) কাজ। নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আংশিক কাজ করে বাকি কাজ ফেলে রেখেছে গত তিন বছর ধরে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়, শেল্টার, রাস্তা, পুল এবং সাঁকো আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন ইউনিয়নে ১২টি সাইক্লোন শেল্টার এবং ৮টি বিদ্যালয়ে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি বরিশাল-২ আসনের তৎকালীন সাংসদ তালুকদার মো. ইউনুচ ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরু করে কয়েকটি বিদ্যালয়ের কাজ করার পর বেশির ভাগই ফেলে রাখা হয়েছে। এমনকি সংযোগ সড়ক নির্মাণের জন্য সড়ক ও ব্রিজগুলো ভেঙে ওভাবেই ফেলে রাখা হয়েছে।

বিশারকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার মণ্ডল জানান, ত্রিমুখী কদমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। চার বছর আগে বিদ্যালয়টি থেকে বটতলা ব্রিজ নাথারকান্দী সংযোগ সড়ক ও ছোট বড় ১০টি কালভার্ট নির্মাণের জন্য রাস্তা–সাঁকো ভেঙে ফেলা হয়।

নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী দেলোয়ার হোসেনে মোবাইল ফোনে জানান, করোনার কারণে কাজের গতি কম। ১২টি সাইক্লোন শেল্টারের মধ্যে ৫ টির কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে।

৫ বছর ধরে কাজ করছেন, এখনো বলছেন শিগগির শেষ করা হবে; এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘৫ বছর পেলেন কোথায়!’ ভিত্তি প্রস্তরে লেখা আছে বললে তিনি বলেন, ‘আমি অ্যাকাউন্টসের লোক। আপনি অফিসে যোগাযোগ করেন।’

বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, ইউপিতে তিনটি বিদ্যালয় ও এর সংশ্লিষ্ট সড়ক নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘যত দূর জেনেছি, তাতে কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত