Ajker Patrika

পোশাক ও অনুষঙ্গে বিশ্বকাপের আমেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৬
পোশাক ও অনুষঙ্গে বিশ্বকাপের আমেজ

কাতারে জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও। কেমন হয় যদি রোজকার পরিধেয় কুর্তি, শার্ট, শ্রাগ বা চাদরে থাকে প্রিয় দলের রং ছাপা! দেশীয় ফ্যাশন হাউসগুলো উপযোগিতার কথা ভেবে নিয়ে এসেছে বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর থিমভিত্তিক পোশাক। 

কইন্য়ার শার্ট, কুর্তি ও চাদর
দেশীয় ফ্যাশন হাউস কইন্যা জনপ্রিয় ফুটবল টিম ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার রং ফুটিয়ে তুলেছে শার্ট, কুর্তি ও হাতে বোনা চাদরে। এসব পোশাকে সাদার ওপর হলুদ, সবুজ আর নেভি ব্লু ফুলের ছাপ দিয়ে অন্যদিকে সাদা জমিনের ওপর নীল নকশা করে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ এনেছেন কইন্য়ার ডিজাইনাররা। এসব পোশাকের দামও রাখা হয়েছে ক্রয়ক্ষমতার মধ্যে। শার্ট ৮৫০ টাকা, কুর্তি ৮৯৫ টাকা এবং চাদর ৬৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। শার্ট ও কুর্তি ৩৪ থেকে ৪৬ আকারে পাওয়া যাবে। তবে কাস্টমাইজ করে ৪৮ আকারের শার্ট ও কুর্তি বানিয়ে নেওয়া যাবে কইন্যা থেকে।

সাতকাহনের শার্ট ও শ্রাগ
বিশ্বকাপ উদ্‌যাপনের কথা বিবেচনায় রেখে সাতকাহন নিয়ে এসেছে নারীদের জন্য শার্ট ও শ্রাগ আইটেম। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ রয়েছে তাদের এসব পোশাকে। শার্ট ও শ্রাগের দাম ১ হাজার ১৯০ টাকা। 

ছবি সৌজন্য: সাতকাহনআরুণিকার চাবির রিং, আংটি ও লকেট
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা বিবেচনায় রেখে তরুণদের জন্য মেসি, নেইমার বা রোনালদোর মতো জনপ্রিয় ফুটবল তারকার প্রতিকৃতি দিয়ে চাবির রিং ও লকেট তৈরি করেছে গয়নার অনলাইন পেজ আরুণিকা। কাঠের ওপর স্ক্রিনপ্রিন্ট করে রঙের আঁচড় দেওয়া হয়েছে এসব অনুষঙ্গে। এ ছাড়া বিভিন্ন দলের জার্সির কাটআউট লকেট পাওয়া যাবে আরুণিকার অনলাইন শপে। চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে। এ ছাড়া আংটি, দুল ও চাবির রিংয়ে প্রিয় তারকার ছবি পেতে পারেন আরুণিকার ফেসবুক পেজ থেকে। এসব অনুষঙ্গের দাম ২৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত