Ajker Patrika

সার্ভার জটিলতায় শিক্ষার্থীদের উপবৃত্তির নিবন্ধন নিয়ে শঙ্কা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
সার্ভার জটিলতায় শিক্ষার্থীদের উপবৃত্তির নিবন্ধন নিয়ে শঙ্কা

ভোলার দৌলতখানে শিক্ষা বিভাগের সার্ভার জটিলতার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সার্ভার জটিলতায় গতকাল মঙ্গলবার পর্যন্ত মাত্র ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করতে পরেছে। আজ বুধবার শেষ হচ্ছে নিবন্ধন কার্যক্রম। শেষ দিনে বাকি ১০০টি বিদ্যালয়ের নিবন্ধন কার্যক্রম শেষ করতে না পারলে বিপাকে পড়তে হবে শিক্ষার্থীদের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১০৬ টি। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের আওতায় রয়েছে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী। ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে উপজেলা শিক্ষা বিভাগের সার্ভারের মাধ্যমে নিবন্ধন করার নির্দেশনা ছিল। পরে সময় বাড়িয়ে করা হয় ২৫ মে। কিন্তু সার্ভার জটিলতার কারণে উপজেলার মাত্র ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করতে পেরেছে।

উপজেলা শিক্ষা অফিস বলছে, শিক্ষার্থীদের জন্ম সনদের তথ্য যাচাই–বাছাইয়ের জন্য এই সার্ভার জটিলতা দেখা দিয়েছে। তবে শেষ দিনে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন শেষ করা চেষ্টা করা হবে। না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

সময় মতো উপবৃত্তের নিবন্ধন কার্যক্রম যথা সময়ে শেষ না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বলেন, ‘১৬ তারিখ থেকে এখন পর্যন্ত সার্ভার জটিলতার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তির ডেটা এন্ট্রিতে সমস্যা হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।’

সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাচ্ছে না। উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সার্ভার জটিলতায় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ (মঙ্গলবার) ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়েছে। শেষ দিনে বাকি বিদ্যালয়ের নিবন্ধন করা হবে। আর সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন শেষ করা না গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত