Ajker Patrika

সেই সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৩৯
সেই সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালকিনি খালের সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়েছে। এতে বহুদিনের দুর্ভোগের অবসান হওয়ায় খুশি এলাকাবাসী। ‘কালকিনি খালের সেতুতে উঠতেও বাঁশ নামতেও বাঁশ’ শিরোনামে গত মঙ্গলবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম মোল্লা ও আলমগীর খান জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয়দের চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ খুব দ্রুত কাজটি করেছেন।

২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের অর্থায়নে এবং ইউপি চেয়ারম্যানের বাস্তবায়নে চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম কোলচর ও বায়লাখালীর কালকিনি খালের ওপর ১ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুটের আয়রন সেতুটি বানানো হয়। প্রায় ১ বছর পার হলেও ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ সংযোগ সড়কের মাটির কাজ শেষ না করায় চলাচলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। মঙ্গলবার চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সড়কের মাটি ভরাট করা হয়েছে।

গতকাল বুধবার সকালে সেতু ও সংযোগ সড়ক পরিদর্শনের সময় চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, এলাকার লোকজন মাটি দিতে না চাওয়ায় এবং বর্ষা মৌসুমে খালে পানি থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তাই একটু বিলম্ব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত