Ajker Patrika

নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন শুরু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন শুরু

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নারী নির্যাতন অরেঞ্জ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন ১৬ দিন ধরে চলবে।

এ উপলক্ষে গত রোববার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাঁড়ানোর শপথ বাক্য পড়ানো হয়। নারী নির্যাতন বন্ধের প্রচার হিসেবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ইউএনও মাশফাকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত