Ajker Patrika

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ১১
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হজরত শাহ আহসানুল্লাহ (রহ.) এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হচ্ছে এ দুই প্রতিষ্ঠানে। এ ছাড়া চালু করা হয়েছে পবিত্র কোরআন শিক্ষার হেফজ বিভাগ।

গ্রামের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান দুটি স্থাপন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠা করেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর দরবার শরিফের পীরজাদা মৌলানা ফয়সল মাহমুদ। শিশুদের নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। কৃষ্ণপুর ছাড়াও আশপাশে কয়েকটি গ্রামের শতাধিক শিশু এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে। বিনা মূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ফলে দরিদ্র পরিবারের শিশুরা ভর্তি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে।

বিদ্যালয়ের শিক্ষক ফরাস উদ্দিন জানান, লেখাপড়ার পাশাপাশি এ দুই প্রতিষ্ঠানে রয়েছে শরীরচর্চার সুব্যবস্থা।

ইসলামপুর দরবার শরিফের পীরজাদা মৌলানা ফয়সল মাহমুদ বলেন, ‘কৃষ্ণপুর এলাকায় বাবার অনেক ভক্ত রয়েছেন। তাঁদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। এতে এলাকাবাসীর সহযোগিতা করেছেন। কেউ সহযোগিতা করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত