Ajker Patrika

দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৫
দুর্নীতিবিরোধী দিবসে  আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে বিভিন্ন স্থানে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি হয়। এ সময় দুর্নীতির প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।

শেরপুর: শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই।

পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুমসহ আরও অনেকে।

দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে গতকাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত