Ajker Patrika

সেই সেতুর দুই পাশে হচ্ছে সংযোগ সড়ক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২২
সেই সেতুর দুই পাশে হচ্ছে সংযোগ সড়ক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সেই সেতুর দুই পাশে নির্মিত হচ্ছে সংযোগ সড়ক। গতকাল রোববার সকাল থেকে সড়কে মাটি ফেলার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ২০১৮-১০১৯ অর্থবছরে ৩০ লাখ টাকা ব্যয়ে কাঞ্চনপুর চৌধুরী বাড়ি-হিন্দুহাটি সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর দুই পাশে সড়কের সংযোগস্থলে মাটি ভরাট করা হয়নি। সেতুর দুই পাশে প্রায় ৬০ ফুট সংযোগ সড়কে মাটি না থাকায় বাঁশের সাঁকো দিয়ে সেতুতে উঠতে হতো।

দ্রুত মাটি ভরাট করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক এমন দাবি ছিল সাধারণ মানুষের। এ নিয়ে গত ১৩ জানুয়ারি ‘সেতুর দুপাশে সঙ্গী সাঁকো’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা।

গতকাল রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সড়কে মাটি ফেলার কাজ শুরু করে। এত আনন্দিত এলাকাবাসী। তাঁদের অনেকেই কৃতজ্ঞতা জানান আজকের পত্রিকাকে।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান চৌধুরী বলেন, ‘মাটি ভরাটে আমরা খুশি। বিলম্ব হলেও সড়কটি হচ্ছে, সেতুটি মানুষের কাজে লাগবে। আজকের পত্রিকাকে ধন্যবাদ তারা প্রতিবেদন না করলে এত দ্রুত কাজ শুরু হতো কিনা সন্দেহ রয়েছে।’

মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ মুঠোফোনে বলেন, আগেও সেতুর দুই পাশে মাটি ভরাট করা হয়েছিল। এখন আবারও সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে। এতে মানুষ সেতুটি ব্যবহার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত