দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন শতাধিক ভাতাভোগী এক বছর ধরে ভাতার টাকা পাচ্ছেন না।
তাঁদের অভিযোগ, ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর দু-একবার মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁরা টাকা পেয়েছেন। তবে এর পর থেকে ভাতার টাকা পাচ্ছেন না। এদিকে উপজেলা সমাজসেবা কার্যালয় বলছে, অধিকাংশ ভাতাভোগীর নিজস্ব মোবাইল ফোন নেই। অন্যের মোবাইল ফোন নম্বর দেওয়ায় এ সমস্যা হতে পারে।
উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামের সত্তরোর্ধ্ব জবফুল বেগম। তিনি এক বছর থেকে ভাতার টাকা পাচ্ছেন না। তাঁর অভিযোগ, ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর একবার ভাতার টাকা পেয়েছেন। জবফুলের মতো এ উপজেলায় আরও অনেকেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর দু-একবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেয়েছেন। এরপর এক বছর থেকে ভাতার টাকা পাচ্ছেন না।
জবফুল বেগম জানান, তাঁর স্বামী জহর উদ্দিন মারা গেছেন প্রায় ২৫ বছর আগে। সংসারে এক ছেলে ও এক মেয়ে। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন তাঁরা। স্বামীহারা জবফুল অন্যের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৪ হাজার ১৫৬ জন বয়স্ক ভাতা, ৭ হাজার ১৩৯ জন বিধবা ভাতা, ২ হাজার ৯১৯ জন প্রতিবন্ধী ভাতা, ৭ জন হিজড়া ভাতা, ১১৫ জন অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও ৭৩৫ জন প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছেন। তাঁদের সবার মোবাইল ফোন নম্বরে ভাতার টাকা নিয়মিত যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, অভিযোগকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে ভাতার টাকা যাচ্ছে নিয়মিত। যাঁরা অন্যের মোবাইল নম্বর ব্যবহার করছেন ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির সময়, কেবল তাঁদের ক্ষেত্রেই এ সমস্যা দেখা যায়।
খাঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ৩ শতাধিক ভাতাভোগী দীর্ঘদিন থেকে তাঁদের ভাতার টাকা পাচ্ছেন না।
পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ভাতাভোগীদের সঙ্গে কথা হয়। উত্তর রহিমপুর গ্রামের বিধবা ভাতাভোগী আইফুল বেগম বলেন, ‘আমরা অভাবী মানুষ। ভাতার টাকায় আমাদের সংসারের অভাব অনেকটা দূর হয়েছিল। ভাতাভুক্ত হওয়ার পর একবার মোবাইলে ভাতার টাকা পেয়েছিলাম। এরপর এক বছর থেকে ভাতার টাকা আর পাচ্ছি না।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার জানান, ভাতাভোগীরা নিরক্ষর ও দরিদ্র। তাঁদের অধিকাংশরই নিজস্ব মোবাইল ফোন নেই। অনেকেই ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির সময় অন্যের মোবাইল ফোন নম্বর দিয়েছেন। এ কারণে এমন সমস্যার হতে পারে।
উপজেলার প্রতিটি ভাতাভোগীদের মোবাইল ফোন নম্বরে নিয়মিত ভাতার টাকা যাচ্ছে। যাঁদের ওই সমস্যা রয়েছে, তাঁরা নিজস্ব মোবাইল ফোন নম্বরসহ সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে সমস্যার সমাধান করা হবে।
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন শতাধিক ভাতাভোগী এক বছর ধরে ভাতার টাকা পাচ্ছেন না।
তাঁদের অভিযোগ, ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর দু-একবার মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁরা টাকা পেয়েছেন। তবে এর পর থেকে ভাতার টাকা পাচ্ছেন না। এদিকে উপজেলা সমাজসেবা কার্যালয় বলছে, অধিকাংশ ভাতাভোগীর নিজস্ব মোবাইল ফোন নেই। অন্যের মোবাইল ফোন নম্বর দেওয়ায় এ সমস্যা হতে পারে।
উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর গ্রামের সত্তরোর্ধ্ব জবফুল বেগম। তিনি এক বছর থেকে ভাতার টাকা পাচ্ছেন না। তাঁর অভিযোগ, ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর একবার ভাতার টাকা পেয়েছেন। জবফুলের মতো এ উপজেলায় আরও অনেকেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর দু-একবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেয়েছেন। এরপর এক বছর থেকে ভাতার টাকা পাচ্ছেন না।
জবফুল বেগম জানান, তাঁর স্বামী জহর উদ্দিন মারা গেছেন প্রায় ২৫ বছর আগে। সংসারে এক ছেলে ও এক মেয়ে। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন তাঁরা। স্বামীহারা জবফুল অন্যের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৪ হাজার ১৫৬ জন বয়স্ক ভাতা, ৭ হাজার ১৩৯ জন বিধবা ভাতা, ২ হাজার ৯১৯ জন প্রতিবন্ধী ভাতা, ৭ জন হিজড়া ভাতা, ১১৫ জন অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও ৭৩৫ জন প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পাচ্ছেন। তাঁদের সবার মোবাইল ফোন নম্বরে ভাতার টাকা নিয়মিত যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, অভিযোগকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে ভাতার টাকা যাচ্ছে নিয়মিত। যাঁরা অন্যের মোবাইল নম্বর ব্যবহার করছেন ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির সময়, কেবল তাঁদের ক্ষেত্রেই এ সমস্যা দেখা যায়।
খাঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ৩ শতাধিক ভাতাভোগী দীর্ঘদিন থেকে তাঁদের ভাতার টাকা পাচ্ছেন না।
পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ভাতাভোগীদের সঙ্গে কথা হয়। উত্তর রহিমপুর গ্রামের বিধবা ভাতাভোগী আইফুল বেগম বলেন, ‘আমরা অভাবী মানুষ। ভাতার টাকায় আমাদের সংসারের অভাব অনেকটা দূর হয়েছিল। ভাতাভুক্ত হওয়ার পর একবার মোবাইলে ভাতার টাকা পেয়েছিলাম। এরপর এক বছর থেকে ভাতার টাকা আর পাচ্ছি না।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার জানান, ভাতাভোগীরা নিরক্ষর ও দরিদ্র। তাঁদের অধিকাংশরই নিজস্ব মোবাইল ফোন নেই। অনেকেই ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির সময় অন্যের মোবাইল ফোন নম্বর দিয়েছেন। এ কারণে এমন সমস্যার হতে পারে।
উপজেলার প্রতিটি ভাতাভোগীদের মোবাইল ফোন নম্বরে নিয়মিত ভাতার টাকা যাচ্ছে। যাঁদের ওই সমস্যা রয়েছে, তাঁরা নিজস্ব মোবাইল ফোন নম্বরসহ সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে সমস্যার সমাধান করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪