Ajker Patrika

তফসিল হয়নি, আগাম পোস্টারে দেয়াল নষ্ট

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১২
তফসিল হয়নি, আগাম পোস্টারে দেয়াল নষ্ট

তফসিল ঘোষণা হয়নি। এরই মধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে সম্ভাব্য প্রার্থীদের আগাম দোয়া চেয়ে রঙিন পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। এ যেন নির্বাচনের আগেই বিধিভঙ্গ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যেকোনো সময় তফসিল ঘোষণা হতে পারে ক্ষেতলাল পৌরসভায়। আগামী এপ্রিল অথবা মে মাসের যেকোনো দিন ক্ষেতলাল পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলা আওয়ামী লীগের পাঁচজন মনোনয়নপ্রত্যাশী। তাঁরা দোয়া ও আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য পোস্টার সাঁটিয়েছেন। তাঁরা হচ্ছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সরদার, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুল হান্নান মিঠু, জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মামুদ স্বপনের রাজনৈতিক সহকারী ও জেলা ছাত্রলীগের সহসভাপতি অ্যাডভোকেট এস এম মোর্শেদ।

অপরদিকে বিএনপি থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা এবারে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।

নির্বাচনী বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রার্থীদের যেখানে সেখানে পোস্টার সাঁটাতে নিষেধ করা হয়েছে। এরপরও তাঁরা শুনেননি। তফসিল ঘোষণা হলে এসব পোস্টার সরিয়ে নেওয়া হবে। প্রার্থীরা নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত