Ajker Patrika

বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা

হদয় খান, বানিয়াচং (হবিগঞ্জ)
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬: ৩৭
Thumbnail image

হবিগঞ্জের বানিয়াচং বড়বাজার রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। স্থানীয়দের অভিযোগ, এ বাজারে পানি নিষ্কাশনের জন্য নালা ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি।

গতকাল রোববার সকালে সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে যায়। এদিকে ভারী বর্ষণে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।

বাজারে গিয়ে দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের। পানি নিষ্কাশনের কোনো নালা নেই। সড়কে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাজারে পানি নিষ্কাশনের জন্য নালা ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়কগুলোর এমন অবস্থার কারণে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষই প্রবেশ করতে চান না বাজারে। সঠিক নালা ব্যবস্থা করা হলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

বড়বাজারের স্থানীয় ব্যবসায়ী মোশাহিদ মিয়া বলেন, ‘অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে যায়। মানুষ তো দূরের কথা, এ সময় যানবাহনও চলাচল করতে পারে না। ফলে ভোগান্তিতে পড়তে হয় বাজারে আসা ক্রেতাদের। অনেকে আবার রাস্তার কারণে বাজারে আসেন না। তখন বেচাকেনা কমে গিয়ে ব্যবসায়ীদের লোকসান হয়। আমরা চাই বাজারে পানি নিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা করা হোক।’

ইজিবাইক চালক সেবুল মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে রূপ ধারণ করে। এ সময় ইজিবাইক চালাতে সমস্যায় পড়তে হয়। এ সময় পানিতে পড়ে দুর্ঘটনার শঙ্কায় থাকি।’

মোটরসাইকেল চালক সোহাগ মিয়া বলেন, পানির মধ্য দিয়ে মোটরসাইকেল চলানোর সময় রাস্তার অবস্থা বোঝা যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাজারে নালা ব্যবস্থা করলে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতাম। আমাদের চাওয়া বাজারে দ্রুত নালা ব্যবস্থা করে জনসাধারণের দুর্ভোগ কমানোর।

বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জয়নাল আবেদিন বলেন, অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। কয়েক বছর আমাদের এই সমস্যায় ভুগতে হচ্ছে। এতে করে জনসাধারণ, বাজার ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতা ও পথচারীরা বিপাকে পড়ছেন। নালা ব্যবস্থা না থাকায় বাজার কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছেন।

জয়নাল আবেদিন আরও বলেন, ‘বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করি তারা শিগগিরই এ সমস্যা সমাধান করবে।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা দুঃখজনক। এতে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। বিষয়টি উপজেলায় উপস্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। আশা করি জনসাধারণ দ্রুত এ সমস্যার প্রতিকার পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত