Ajker Patrika

নতুন বছর রাঙাতে প্রস্তুত আরিফিন শুভ

নতুন বছর রাঙাতে প্রস্তুত আরিফিন শুভ

করোনা কাটিয়ে গত বছর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঢালিউড। ২০১৭ সালের পর সর্বাধিকসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে (৫১টি)। এর মধ্যে দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) অতীতের অনেক বছরের ব্যবসার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। সিনেমার এই সুবাতাসেও গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি আরিফিন শুভর। তবে নতুন বছরটি রাঙাতে প্রস্তুত তিনি। ওটিটি ও বড় পর্দা মিলিয়ে বছরজুড়েই দর্শকের সঙ্গে থাকবেন তিনি। শুরুটা হচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে। ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার জন্য নয় মাস পরিশ্রম করে গড়েছেন ‘সিক্স প্যাক’। সিনেমাটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘একটানা রোজা পালনের পর ঈদ এলে যেমন খুশি লাগে, ব্ল্যাক ওয়ার মুক্তিতে আমার তেমন লাগছে। এই সিনেমায় আমি যতটা শারীরিক ও মানসিক শ্রম দিয়েছি, অন্য কোনো সিনেমার ক্ষেত্রে দিইনি। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি আমি এখনো বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচব, ততদিন সেটা বইতে হবে। তাই এই সিনেমার প্রতি আমার আগ্রহ অনেক বেশি।’ ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে শুভ অভিনীত আরও দুটি সিনেমা। একটি ‘মুজিব: একটি জাতির রূপকার’, অন্যটি ‘নূর’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। অন্যদিকে ‘নূর’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমাটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। শুটিং চলছে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব সিনেমার, যেটি মুক্তি পাবে আসছে ভালোবাসা দিবসে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে শুভর বিপরীতে কাজ করছেন আফসান আরা বিন্দু। এই সিনেমার কাজ শেষ করেই শুভ শুরু করবেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’-এর কাজ। এ ছাড়া আরও দুটি সিনেমাও নাকি চূড়ান্ত করেছেন তিনি। তবে এখনই তা নিয়ে কথা বলতে চান না।

২০২৩ সালের কাজ প্রসঙ্গে শুভ জানান, ‘চলতি বছরে আমার বেশ কয়েকটি প্রজেক্ট মুক্তি পাবে। প্রতিটি কাজেই নতুন আরিফিন শুভকে দেখবে দর্শক। সব সময়ের মতো এ বছরও দর্শকের ভালোবাসা পাব। এই ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই।’

এ ছাড়া, সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘চলো না একসাথে’। শাহরিয়ার পলকের নির্দেশনায় রোমান্টিক গানটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন শিরিন আক্তার শিলা। গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত