Ajker Patrika

বাইসাইকেল পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ০৭
বাইসাইকেল পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

রাঙামাটির লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফদার) বার্ষিক পোশাক ও একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।

গত শনিবার লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৭৪ জন পুলিশের কাছে বার্ষিক নির্ধারিত পোশাক ও ১টি করে বাইসাইকেল বিতরণ করেন।

ইউএনও জানান, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কাজে সহযোগিতা করা গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে স্থানীয় সরকার বিভাগ থেকে বার্ষিক পোশাক ও বাইসাইকেল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো তাঁদের কাছে বিতরণ করা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাম পুলিশ দ্রুত খবরাখবর আদান প্রদান করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টুসহ গ্রাম পুলিশের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত