Ajker Patrika

কটিয়াদী ও ভৈরবে প্রার্থী ৯১৪ জন

কটিয়াদী ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ৫৯
কটিয়াদী ও ভৈরবে প্রার্থী ৯১৪ জন

কিশোরগঞ্জের কটিয়াদী ও ভৈরবে ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। এর মধ্যে কটিয়াদীতে ৯টি ও ভৈরবে ৭টি ইউপি রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুই উপজেলায় মোট ৯১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। কটিয়াদীতে ৫৫৫ জন ও ভৈরবে ৩৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬, সাধারণ সদস্য পদে ৩৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভৈরবে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। উপজেলার ৭ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৭ প্রার্থীসহ মোট ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাদেকপুরে ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাত্র দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সবচেয়ে বেশি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গজারিয়ায় ইউপিতে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগানগর ইউপিতে ৯ জন ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ ইউপি সদস্য পদে সর্বমোট ২৪৩ জন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৭০ জন নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে উপজেলার ৭টি ইউপিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত