Ajker Patrika

বিশ্বকর্মা পূজা আজ

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৪৮
বিশ্বকর্মা পূজা আজ

আজ ১৭ সেপ্টেম্বর। এই দিনে মিঠাপুকুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বকর্মা পূজার আয়োজন করেন। বিশেষ করে হিন্দুদের মধ্যে যাঁরা বিভিন্ন যান্ত্রিক কাজ ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত তাঁরা এই পূজা বেশি করে থাকেন।

হিন্দু শাস্ত্র মতে, বিশ্বকর্মাকে দেবদেবীর কারিগর বলা হয়। কারণ শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা, রাবণের রাজধানী লঙ্কা, বেহুলার বাসর ঘর ও দেবদেবীদের প্রাসাদ ও অস্ত্র বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। এ কারণে স্বর্ণকার, কামার, ছুতার এবং কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িতরাপ্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার পূজা করেন।

নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের লক্ষ্যেই বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয় বলে জানিয়েছেন মূর্তির কারিগর রণজিৎ মালাকার।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনও বিশ্বকর্মার পূজা করেন। মিঠাপুকুর উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মোহন লাল কুজুর জানান, ৫০ স্থানে এই পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় পুরোহিত রমণী চন্দ্র চক্রবর্তী জানান, অন্যান্য দেবদেবীর পূজার তারিখ পরিবর্তন হলেও বিশ্বকর্মা পূজার সময় পরিবর্তন হয় না। অন্য সব পূজা চন্দ্র তিথি মোতাবেক হলেও বিশ্বকর্মা পূজা সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত